হোম > বিশ্ব

সীমান্ত উত্তেজনার মধ্যে দ. কোরিয়ার ড্রোন ভূপাতিতের দাবি উ. কোরিয়ার

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

উত্তর কোরিয়ার আকাশসীমা দিয়ে আরেকটি ড্রোন উড়িয়েছে দক্ষিণ কোরিয়া, যা দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ শনিবার (৪ জানুয়ারি) এমনটি জানিয়েছে।

এই ঘোষণা আসে এমন এক সময়, যখন উত্তর কোরিয়া আগামী পাঁচ বছরের নীতি নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ দলীয় কংগ্রেস আয়োজন করতে যাচ্ছে। একজন বিশ্লেষকের মতে, এটি নেতা কিম জং উনের সেই বক্তব্যকে আরো পোক্ত করার প্রেক্ষাপট তৈরি করছে যে দক্ষিণ কোরিয়া বিদেশি ও শত্রু রাষ্ট্র।

কেসিএনএ জানায়, ড্রোনটি দক্ষিণ কোরিয়ার ইনকিওন শহরের একটি দ্বীপ থেকে উড়ে এসে প্রায় আট কিলোমিটার ভেতরে প্রবেশ করে এবং উত্তর কোরিয়ার আকাশসীমার মধ্যে গুলি করে ভূপাতিত করা হয়। এই তথ্য উত্তর কোরিয়ার সামরিক বাহিনীর এক মুখপাত্রের বরাতে দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমটি জানায়, ড্রোনটিতে নজরদারি ক্যামেরা ছিল, যা উত্তর কোরিয়ার ‘গুরুত্বপূর্ণ’ স্থাপনাগুলোর ছবি ধারণের জন্য ব্যবহৃত হচ্ছিল। কেসিএনএ প্রকাশিত ছবিতে ভাঙা অবস্থায় উদ্ধার করা ড্রোনের অংশ, ইলেকট্রনিক যন্ত্রাংশ এবং ভবনের আকাশচিত্র দেখা যায়—যেগুলো ড্রোনটি তুলেছিল বলে দাবি করা হয়েছে।

কেসিএনএ জানায়, এই ঘটনাটি সেপ্টেম্বর মাসে সংঘটিত আরেকটি অনুপ্রবেশের পর ঘটল, যখন দক্ষিণ কোরিয়ার একটি ড্রোন গুলি করে নামানো হয়েছিল।

রয়টার্সেরসংবাদে এসেছে, কেসিএনএ বলেছে, ‘শাসন পরিবর্তনের পরও… (দক্ষিণ কোরিয়া) সীমান্তের কাছে ড্রোন ব্যবহার করে এমন উসকানিমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে,’ এবং দক্ষিণ কোরিয়াকে তাদের ‘সবচেয়ে শত্রুভাবাপন্ন শত্রু’ হিসেবে আখ্যা দেয়।

গত জুনে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি যে মিউং দায়িত্ব নেওয়ার পর থেকে পিয়ংইয়ং তার প্রশাসনের পক্ষ থেকে নেওয়া সমঝোতামূলক উদ্যোগগুলো প্রত্যাখ্যান করে আসছে। কোরীয় উপদ্বীপে উত্তেজনা কমাতে পিয়ংইয়ংয়ের সঙ্গে পুনরায় সংলাপে বসার অঙ্গীকার করেছিলেন লি।

ইরানে বিক্ষোভের নেপথ্যে কারা, মিলল চাঞ্চল্যকর তথ্য

ইরানে বিক্ষোভ দমনে কঠোর বার্তা, নিরাপত্তা রক্ষার ঘোষণা আইআরজিসির

কোন ছোট্ট ভুলে আকবরের কাছে হেরেছিলেন ভারতের নেপোলিয়ন

ফিলিস্তিনিদের সোমালিল্যান্ডে স্থানান্তরের পরিকল্পনা ইসরাইলের

যুক্তরাষ্ট্র হামলা করলে মার্কিন সামরিক ঘাঁটি ও জাহাজে আঘাত হানবে ইরান

সিরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে জর্ডানের হামলা

ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে সর্বোচ্চ সতর্কতায় ইসরাইল

ইরানে বিক্ষোভ: নিরাপত্তা ঝুঁকিতে একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত অসংখ্য তাঁবু, বিপর্যস্ত জনপদ

ইন্টারনেট ব্ল্যাকআউটের মধ্যেও ইরানে বিক্ষোভ অব্যাহত