হোম > বিশ্ব

ভারতকে পরাস্ত করে বিশ্বকে চমকে দিয়েছে পাকিস্তান বিমানবাহিনী

পাক বিমানবাহিনী প্রধানের দাবি

আমার দেশ অনলাইন

পাকিস্তান বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু

পাকিস্তান বিমানবাহিনীর (পিএএফ) প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধু বলেছেন, ২০২৫ সালের মে মাসে ভারতের সঙ্গে সংঘাতে পিএএফ-এর দৃঢ় ও সমন্বিত জবাব বিশ্বকে হতবাক করেছে। মঙ্গলবার পাকিস্তানের রিসালপুরে পিএএফ একাডেমির পাসিং–আউট প্যারেডে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, মারকায়ে-হক ও বুনিয়ানুম মারসুস অভিযানে পিএএফ যে পূর্ণমাত্রার, বহু-মাত্রিক সামরিক কার্যক্রম পরিচালনা করেছে, তা ছিল বিশ্বের ইতিহাসে প্রথম। এসব অভিযান পাকিস্তানের আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষাকারী রাষ্ট্র হিসেবে উদয়কে সুস্পষ্টভাবে তুলে ধরেছে।

এয়ার চিফ মন্তব্য করেন, “আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি, এবং আমাদের প্রতিপক্ষ সবসময়ই আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করার চেষ্টা করেছে। তবুও সংখ্যাগতভাবে অনেক বড় শত্রুকে আমরা পরাস্ত করেছি।”

তিনি আরও বলেন, “বিশ্ব এমন সমন্বিত ও সাহসী বিমান শক্তির ব্যবহার আগে কখনো দেখেনি। এই অভিযান আধুনিক আকাশযুদ্ধের নতুন মানদণ্ড স্থাপন করেছে, এবং ২০২৫ সালে পিএএফ আবারও তার সুস্পষ্ট শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে।”

এয়ার চিফ মার্শাল সিধু জানান, ইতিহাসে প্রথমবারের মতো পিএএফ মহাকাশ, সাইবার ও ইলেকট্রনিক যুদ্ধসহ দীর্ঘ-পাল্লার অস্ত্রব্যবস্থা, মানববিহীন যুদ্ধবিমান, কিলার ড্রোন ও লয়টারিং মিউনিশনকে একটি সমন্বিত কৌশলে একত্রিত করে পূর্ণাঙ্গ অপারেশন পরিচালনা করে।

তিনি উল্লেখ করেন, ৬–৭ মে, পিএএফ বহু উন্নত ভারতীয় যুদ্ধবিমান—রাফাল, সু-৩০এমকেআই, মিরাজ ২০০০, মিগ-২৯ এবং বিভিন্ন ইউএভি—ভূপাতিত করে, যা আধুনিক ইতিহাসের অন্যতম তীব্র বিয়ন্ড-ভিজ্যুয়াল-রেঞ্জ (বিভিআর) যুদ্ধ হিসেবে বিবেচিত হয়।

তিনি আরো বলেন, ১০ মে, ভারতের প্রি-এম্পটিভ অ্যাকশনের জবাবে পাকিস্তান উত্তর ও দক্ষিণ সেক্টরে ভারতীয় ঘাঁটি ও ভূমি-ভিত্তিক সম্পদের ওপর গভীর হামলা চালিয়ে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেমসহ গুরুত্বপূর্ণ কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার নিষ্ক্রিয় করে। সামরিক সাফল্যের পেছনে জাতীয় ঐক্য, আল্লাহর রহমত, সাহসী সিদ্ধান্ত গ্রহণ এবং ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনিরের নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি বলেন, “জাতি ও সশস্ত্র বাহিনী দৃঢ় ঐক্য, পেশাদারিত্ব ও সিদ্ধান্তগ্রহণের এক অনন্য উদাহরণ স্থাপন করেছে। সংখ্যাগরিষ্ঠ শত্রুকে পরাস্ত করাই ছিল একমাত্র লক্ষ্য—সম্মানের সঙ্গে শান্তি নিশ্চিত করা।”

এছাড়া তিনি উল্লেখ করেন, পাকিস্তান শান্তিপ্রিয় দেশ এবং সকল রাষ্ট্রের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক চায়। তবে সার্বভৌমত্ব আবার হুমকির মুখে পড়লে পিএএফ আরও শক্তিশালী প্রতিরোধ দেখাবে।

তিনি বলেন, পাকিস্তান একটি দায়িত্বশীল পরমাণু শক্তি, এবং বর্তমানে বৈশ্বিক ও আঞ্চলিক সম্পর্ক আগের যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী।

২০২৫ সালের পিএএফ-এর পারফরম্যান্স ছিল বহু বছরের আধুনিকায়ন, পুনর্গঠন ও অপারেশনাল উদ্ভাবনের ফল—যা পাকিস্তানের বিমান শক্তি ও জাতীয় প্রতিরক্ষা প্রতিশ্রুতির পূর্ণ প্রতিফলন।

অনুষ্ঠানে এয়ার চিফ মার্শাল সিধু সৌদি ক্যাডেটদের উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, এটি পাকিস্তান–সৌদি আরবের কৌশলগত সহযোগিতা ও বন্ধুত্বের দৃঢ় প্রতিফলন।

তিনি নবীন কমিশনপ্রাপ্ত ক্যাডেটদের অভিনন্দন জানিয়ে বলেন, মাতৃভূমির আকাশসীমা রক্ষার দায়ভার এখন তাদের কাঁধে, এবং পুরো জাতির আশা তাদের ওপর নির্ভর করছে।

এসআর

যে ১৯ দেশের অভিবাসন প্রক্রিয়া স্থগিত করল যুক্তরাষ্ট্র

রাশিয়ার সঙ্গে যুদ্ধ করলে ইউরোপের পরাজয় নিশ্চিত: পুতিন

ইউরোপ যুদ্ধ করতে চাইলে প্রস্তুত রাশিয়া: পুতিন

ফিলিস্তিন সমস্যার সমাধানে জাতিসংঘে পাকিস্তানের নয় দফায় যা আছে

মুসলিম যুবককে ‘জয় শ্রীরাম’ বলানোর অভিযোগ

আইসিসির হেফাজতে লিবিয়ার যুদ্ধাপরাধী

ভারতীয় শিল্প-কারখানার প্রবৃদ্ধি ৯ মাসের মধ্যে সর্বনিম্ন

ভেনেজুয়েলার তেলের দিকে নজর কেন যুক্তরাষ্ট্রের

পাকিস্তান-তুরস্কের মধ্যে ৩০০ মিলিয়ন ডলারের খনিজ চুক্তি স্বাক্ষর

ইউক্রেন যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছাতে পারেনি যুক্তরাষ্ট্র-রাশিয়া