হোম > বিশ্ব

ভেনেজুয়েলায় ফ্লাইট চলাচল বন্ধ করল সব বিদেশি এয়ারলাইন্স

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

ভেনেজুয়েলার ফ্লাইট চলাচল বনন্ধ করে দিয়েছে সব বিদেশি এয়ারলাইন্স। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ ঘোষণা করার কয়েকদিন পর, দেশটিতে চলাচলকারী শেষ আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোও তাদের ফ্লাইট স্থগিত করেছে। ফ্লাইট স্থগিতের কারণে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন ভেনেজুয়েলার প্রবাসীরা। খবর আল জাজিরার।

পানামার ক্যারিয়ার কোপা এবং এর কলম্বিয়ার বাজেট সহযোগী সংস্থা উইঙ্গো বুধবার সন্ধ্যায় ঘোষণা দেয়, তারা ৪ ও ৫ ডিসেম্বর কারাকাসের ফ্লাইট চলাচল স্থগিত রাখবে। কলম্বিয়ার রাষ্ট্রীয় বিমান সংস্থা সাতেনা ও বলিভিয়ার প্রধান বিমান সংস্থা বলিভিয়ানা ডি অ্যাভিয়েশনও বৃহস্পতিবার ফ্লাইট বাতিল করেছে।

কোপা ও উইঙ্গো এক বিবৃতিতে জানায়, কারাকাসের পথে উড়োজাহাজ চলাকালে ন্যাভিগেশনের একটি সংকেতে অনিয়ম দেখা যাওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তারা সাময়িকভাবে ফ্লাইট স্থগিত করেছে। তারা আরো জানায়, এই সংকেতজনিত সমস্যা কখনোই উড়োজাহাজের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলেনি। দুই প্রতিষ্ঠানই আল জাজিরাকে জানিয়েছে, একই ধরনের সিগন্যাল সমস্যা একাধিক উড়োজাহাজে দেখা গেছে।

বৃহস্পতিবার সাটেনা ভেনেজুয়েলার তৃতীয় বৃহত্তম শহর ভ্যালেন্সিয়া রুটেও ফ্লাইট চলাচল স্থগিত করে। বলিভিয়ানা দে অ্যাভিয়াসিয়নও তাদের কারাকাস ফ্লাইট বাতিল করেছে। তবে তারা এখনো আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। এগুলোর ফলে বর্তমানে কোনও আন্তর্জাতিক বিমানসংস্থা ভেনেজুয়েলায় ফ্লাইট পরিচালনা করছে না। যদিও দেশটির কয়েকটি জাতীয় এয়ারলাইন্স এখনও আন্তর্জাতিক রুট চালু রেখেছে।

এর আগে গত ২১ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বাণিজ্যিক বিমানের জন্য ভেনেজুয়েলার আকাশসীমায় উড়তে ঝুঁকি আছে বলে ৯০ দিনের সতর্কতা জারি করে। এতে বেশ কয়েকটি বড় এয়ারলাইন্স আগেই ফ্লাইট বন্ধ করে দেয়। এফএএ জানায়, দক্ষিণ ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ায় ভেনেজুয়েলা অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি খারাপ হয়েছে এবং সামরিক তৎপরতাও বেড়েছে।

এদিকে, ফ্লাইট স্থগিতের কারণে ব্যাপক সমস্যা পড়েছেন ভেনেজুয়েলার প্রবাসীরা। যারা ইতোমধ্যেই ছুটি কাটাতে দেশে ফিরে যাওয়ার পরিকল্পনা নিয়েছেন, তারা বাধার সম্মুখীন হচ্ছেন। অন্যরা যারা ইতোমধ্যেই দেশে ফিরেছিলেন, তারা এখন দেশ ছাড়তে হিমশিম খাচ্ছেন।

আরএ

ইমরান খানের সঙ্গে দেখা করতে পারবেন না তার বোন

ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র: যুক্ত হতে পারে যেসব দেশ

পুতিনকে গীতা উপহার দিলেন মোদি

ভারতে ইন্ডিগোর শত শত ফ্লাইট বাতিল, ভোগান্তি চরমে

যুক্তরাজ্যে পাকিস্তান-বাংলাদেশি শিক্ষার্থী ভর্তিতে নিষেধাজ্ঞা কেন?

তেল ও অস্ত্র বেচতে দিল্লিতে পুতিন

ক্যারিবিয়ান সাগরে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৪

ভারতে সংখ্যালঘুদের অবরুদ্ধ জীবন, নেপথ্যে যত কারণ

গাজা টানেলে ইসরাইলের হামলায় নিহত ৪০ হামাস সদস্য

গাল্ফ উপসাগরে ইরানের মহড়া, মার্কিন যুদ্ধজাহাজকে সতর্কবার্তা