হোম > বিশ্ব

‘আমার পা আগেই বেহেশতে গেছে’

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ওমর হালাওয়া চেয়ার থেকে উঠে দাঁড়াল, কিন্তু সে বেমালুম ভুলে গিয়েছিল তার পা কেবল একটি। স্বাভাবিকভাবেই চেয়ার থেকে পড়ে যায় ১৩ বছরের ছেলেটি। গত বছরের অক্টোবরে পানি আনতে গিয়ে ইসরাইলি হামলার শিকার হয় ওমর। এরপর তার পা কেটে ফেলতে হয়।

ওমরের মা ইয়াসমিন হালাওয়া আল জাজিরাকে বলেন, ‘ওকে এভাবে দেখে আমাদের কষ্ট লাগে।’

তিন মাস আগে ওমর তার ডান পা হারায়। ২০২৫ সালের ১ অক্টোবর ওমর তার ১১ বছর বয়সি বোন লায়ান, চাচাতো ভাই মোয়াথ হালাওয়া এবং বন্ধু মোহাম্মদ আল সিকসিককে নিয়ে উত্তর গাজার জাবালিয়া এলাকায় তাদের শিবিরের কাছে আসা একটি ট্যাংক থেকে পানি আনতে গিয়েছিল।

ইয়াসমিন বলেন, তারা ১৫ বারেরও বেশি বাস্তুচ্যুত হয়েছেন। উত্তর গাজায় পানি সরবরাহ খুব কমে গিয়েছিল। তাই শিবিরের শিশুরা ভোরবেলা উঠে এক গ্যালন পানির জন্য লাইনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পরেই শুরু হয় গোলাগুলি। আমরা সন্তানদের নিয়ে আতঙ্কিত হয়ে পড়ি। পরে তিনি শুনতে পান, ওমর গোলাগুলিতে আহত হয়েছে। হাসপাতালে ওমরের একটি পা কেটে ফেলা হয়।

পরিবারটি তাদের তাঁবুর কাছে ওমরের কাটা পা দাফন করে। ওমর প্রতিদিন কবর জিয়ারত করে। বলে, ‘আমার পা আমার আগেই বেহেশতে গেছে।’

‘শিশুদের জন্য বিশ্বের সবচেয়ে ভয়ংকর জায়গা’

যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ওমর মৃত্যু এবং ধ্বংসের সঙ্গে লড়াই করছে। ২০২৩ সালের নভেম্বরে ওমরের বোন লায়ান ইসরাইলি হামলায় আহত হয়। তাদের সামনে আট বছর বয়সী চাচাতো ভাই নিহত হয়। ইয়াসমিন বলেন, ‘এই ঘটনার পর আমার বাচ্চারা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। ওমর সবসময় ভয় পায়, এমনকি মেঝেতে চেয়ার নামানোর শব্দেও।’

ওমর ও লায়াল গাজার হাজার হাজার শিশুর মধ্যে দু’জন, যারা একটি নৃশংস গণহত্যার ক্ষত বহন করছে। গাজায় ইসরাইলের দুই বছরের হামলায় ৭১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যার মধ্যে ২০ হাজার শিশু। প্রায় ৪২ হাজার শিশু আহত হয়েছে।

ইউনিসেফের মুখপাত্র কাজেম আবু খালাফ আল জাজিরাকে বলেন, ‘গাজার শিশুরা শৈশব আনন্দ উপভোগ করার পরিবর্তে, বিশ্বের সবচেয়ে ভয়ংকর জায়গায় বাস করছে। যুদ্ধবিরতির পরেও ৯৫ জনেরও বেশি শিশু নিহত হয়েছে।’

আরএ

ইরান পরিস্থিতি মোকাবেলায় আলোচনার আহ্বান তুরস্কের

ফিলিস্তিনপন্থি বিক্ষোভ দমনের অভিযোগ বেটার ইউএস-এর বিরুদ্ধে

ট্রাম্পের মন্তব্য ইরানের পরিস্থিতিকে আরো খারাপ করতে পারে: জাতিসংঘ

গ্রিনল্যান্ড দখলের বিরুদ্ধে মার্কিন সিনেটে বিল উত্থাপন

সোমালিদের বিশেষ সুরক্ষা মর্যাদা বাতিল করল যুক্তরাষ্ট্র

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৫০ অবৈধ অভিবাসী আটক

ইরানে বিক্ষোভ থেকে গ্রেপ্তারদের দ্রুত বিচারের অঙ্গীকার প্রধান বিচারপতির

বিক্ষোভ দমনে মৃত্যুদণ্ড ব্যবহার করছে ইরান: জাতিসংঘের বিশেষ প্রতিবেদক

পুতিনকে থামাতে পারেন কেবল ট্রাম্প: পোল্যান্ডের প্রেসিডেন্ট

ইসরাইলি দখলদারদের সহিংসতায় পশ্চিম তীরে বাস্তুচ্যুত বেদুইনরা