হোম > বিশ্ব

গাজায় ইসরাইলের হামলায় একদিনে ৬২ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

গাজা সিটিতে সামরিক অভিযান তীব্রতর করেছে ইসরাইলি বাহিনী। জাতিসংঘ পরিচালিত স্কুল ও আশ্রয়কেন্দ্রসহ বিভিন্ন ভবন পরিকল্পিতভাবে গুঁড়িয়ে দিয়েছে দখলদার বাহিনী। হামলায় নতুন করে আরো কমপক্ষে ৪৯ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরার।

গাজা সিটিতে ৪৯ জন নিহত হওয়ায় শনিবার পুরো উপত্যকায় মৃতের সংখ্যা বেড়ে ৬২ জনে দাঁড়িয়েছে।

ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ জানায়, অবিরাম বোমাবর্ষণের ফলে গাজা সিটিতে শনিবার ছয় হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।

বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ‘অবরোধ ও বোমাবর্ষণের ফলে গাজা সিটির বাসিন্দারা এখন কঠিন পরিস্থিতিতে আছেন।’

প্রত্যক্ষদর্শীরা জানান, ইসরাইলি বাহিনী গাজা সিটি একের পর এক হামলা চালায়।

আল জাজিরার হানি মাহমুদ, গাজা সিটি থেকে জানান, ‘ইসরাইলি যুদ্ধবিমান প্রতি ১০ থেকে ১৫ মিনিট অন্তর আবাসিক ভবন ও বিভিন্ন স্থাপনায় বোমা ফেলছে। বেশিরভাগ সময় লোকজনকে নিরাপদে সরে যাওয়ার জন্য পর্যাপ্ত সময় দেয়া হয় না।

তিনি আরো জানান, হামলার ধরন দেখে বোঝা যায়, ইসরাইলি বাহিনী ইচ্ছাকৃতভাবে ঘনবসতিপুর্ণ এলাকায় আক্রমণ চালাচ্ছে। বাস্তুচ্যুত মানুষ এখন শহরের পশ্চিম প্রান্তে জড়ো হচ্ছেন।

হামলার পরেও অনেকে গাজা সিটিতেই থেকে যাচ্ছেন। প্রায় নয় লাখ মানুষ এখনো গাজা সিটিতে রয়েছেন।

শনিবার ইসরাইলের বেশিরভাগ হামলা কেন্দ্রীভূত ছিল গাজা সিটিতে। শাতি শরণার্থী শিবিরে অবস্থিত তিনটি জাতিসংঘের স্কুলে বোমা হামলা চালায় ইসরাইল, যেগুলোতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা আশ্রয় নিয়েছিলেন।

আরএ

কলকাতায় মোমো কারখানায় আগুনে ৮ জনের মৃত্যু

ভেনেজুয়েলায় ৮০৮ রাজনৈতিক বন্দির মুক্তি দাবি, পর্যবেক্ষকদের সন্দেহ

ইন্দোনেশিয়ার জাভায় ভূমিধস, আটকে পড়া ২৩ সেনা নিহত

তেল খাতে ২০২৬ সালে ১৪০ কোটি ডলার বিনিয়োগের আশা ভেনেজুয়েলার

দুই দশকের আলোচনা শেষে চূড়ান্ত হলো ভারত–ইইউ বাণিজ্য চুক্তি

ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করায় ইইউকে ভর্ৎসনা করল যুক্তরাষ্ট্র

ইসরাইলি প্রভাবশালীর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া

যুক্তরাষ্ট্র ছাড়া ইউরোপ নিজেকে রক্ষা করতে পারবে না: ন্যাটো-প্রধান

গাজা থেকে শেষ জিম্মির মরদেহ উদ্ধারের দাবি ইসরাইলের

সামরিক চাপের মধ্যেই আলোচনায় বসতে ফোন করেছে ইরান: ট্রাম্প