হোম > বিশ্ব

ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক অপরিবর্তিত রয়েছে: যুক্তরাষ্ট্র

আমার দেশ অনলাইন

ছবি: জিও নিউজ

ভারত ও পাকিস্তোনের সঙ্গে সম্পর্ক অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস । স্থানীয় সময় মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে তিনি একথা বলেন। বুধবার জিও নিউজের এক প্রতিবেদনে একথা জানানো হয়েছে।

ব্রিফিংয়ে পাকিস্তান ও ভারতের মধ্যে সাম্প্রতিক যুদ্ধে আরো বিপর্যয় এড়াতে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেন ট্যামি ব্রুস । এসময় দুই দেশকে সংকটের দ্বারপ্রান্ত থেকে দূরে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে ওয়াশিংটনের ভূমিকার প্রশংসা করেন তিনি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র মধ্যস্ততা না করলে পরিস্থিতি ভয়াবহ হতে পারতো। বলেন, ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রী বেশি উদ্বিগ্ন ছিলেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তাৎক্ষনিক পদক্ষেপ নেন।

তিনি বলেন, সম্ভাব্য বিপর্যয় বন্ধে যুক্তরাষ্ট্রের সফলতা অবশ্যই গর্বের। ব্রুস জোর দিয়ে বলেন, ইসলামাবাদ এবং নয়াদিল্লি উভয়ের সঙ্গেই ওয়াশিংটনের সম্পর্ক ইতিবাচক।

ব্রুস বলেন, ‘আমি বলব যে উভয় দেশের সঙ্গেই আমাদের সম্পর্ক আগের মতোই আছে। মার্কিন কূটনীতিকরা উভয় দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’

গত দুই মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো যুক্তরাষ্ট্র সফর করেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। সফরকালে ফ্লোরিডায় এক নৈশভোজ অনুষ্ঠানে ভারতের বিরুদ্ধে পরমাণু যুদ্ধের হুমকি দেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। পরে এই হুমকির তীব্র নিন্দা জানায় ভারত।

ব্রুস আরো জানান, মঙ্গলবার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র–পাকিস্তান সন্ত্রাসবিরোধী সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উভয় দেশ সন্ত্রাস দমনে যৌথ প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং সন্ত্রাসী হুমকি মোকাবিলায় সহযোগিতা বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করেছে।

আরএ

প্রশান্ত মহাসাগরে তিনটি জাহাজে মার্কিন হামলা, নিহত ৮

মোদির বিজয় দিবসের বার্তায় নেই বাংলাদেশের নাম

বিবিসির বিরুদ্ধে ৫০০ কোটি ডলারের মানহানি মামলা ট্রাম্পের

সুদানের সেনাপ্রধানের সঙ্গে সৌদি যুবরাজের বৈঠক

সৌদি আরবে এ বছর রেকর্ড ৩৪০ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইসরাইলের আপিল বাতিল করে রায় দিল আইসিসি আপিল চেম্বার

ইউক্রেনকে ঋণ দিতে রুশ সম্পদ ব্যবহারের বিরোধী ৬৭% বেলজিয়ান

ফিলিস্তিনি কেফিয়েহ পরে জন্মদিন পালন করলেন মাদুরো

তুর্কি ভিশন পরিকল্পনার ‘মেরুদণ্ড’ প্রকাশ করলেন এরদোয়ান

সুদানে বাংলাদেশি শান্তিরক্ষীদের ওপর হামলায় পাকিস্তানের নিন্দা