হোম > বিশ্ব

ভারতের সঙ্গে যুদ্ধের ঝুঁকি এখনো আছে: পাক প্রতিরক্ষামন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, ভারতের সঙ্গে আরেকটি যুদ্ধের ঝুঁকি এখনো রয়ে গেছে। ভারতের সঙ্গে সংঘাতের ঝুঁকিকে পাকিস্তানের নিরাপত্তার জন্য একটি গুরুতর উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেন তিনি। খাজা আসিফ বলেন, পাকিস্তান শান্তি চায়, তবে সব ধরনের পরিস্থিতির জন্যও তারা প্রস্তুত রয়েছে। খবর জিও নিউজের।

তিনি বলেন, গত মে মাসে ভারতের সঙ্গে যুদ্ধের পর আরেকটি সংঘাতের হুমকি খুব বেশি ছিল, তবে সেই ঝুঁকি এখনো শেষ হয়ে যায়নি।

পাক প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, ‘আমরা শান্তি প্রচেষ্টার জন্য প্রতিটি সুযোগ কাজে লাগাতে চাই, তবে আমরা সকল পরিস্থিতির জন্য প্রস্তুত।’

খাজা আসিফ বলেন, ‘প্রক্সি যুদ্ধ সত্যিকার অর্থে শেষ হয়নি; সাম্প্রতিক বছরগুলোতে এটি তীব্রতর হয়েছে। যুদ্ধক্ষেত্রে ক্ষতির পর তারা (ভারত) আফগানিস্তানের মাধ্যমে আমাদের সমস্যায় ফেলার চেষ্টা করছে।’

লাহোর ও রাওয়ালিপিন্ডিতে সামম্প্রতিক সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করে তিনি বলেন, ১৯৮০-এর দশকে প্রক্সি যুদ্ধ শুরু হয়েছিল এবং এটি আধুনিক যুদ্ধের একটি হাতিয়ার হয়ে উঠেছে।

ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তানের প্রতিরক্ষামূলক সাফল্যের কথা তুলে ধরে তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের বিজয়কে স্বীকৃতি দিয়েছে।

গত মে মাসে পাকিস্তান বিমান বাহিনী রাফালসহ সাতটি ভারতীয় বিমান গুলি করে ভূপাতিত করে।

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানে হামলা চালায় নয়াদিল্লি। ওই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত। চার দিনের যুদ্ধের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ।

আরএ

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হানের ২৩ বছরের কারাদণ্ড

সিরিয়ায় ওয়াইপিজির ড্রোন হামলায় নিহত ৭

গাজা ‘শান্তি বোর্ডে’ যোগ দিচ্ছেন নেতানিয়াহু

ক্যারিবীয় অঞ্চলে আরো একটি ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ইমরানের সঙ্গে সাক্ষাতের জন্য হাইকোর্টের দ্বারস্থ পিটিআই

জাপানে আগ্নেয়গিরির কাছে হেলিকপ্টার নিখোঁজ

জাতিসংঘের বিকল্প হতে পারে ‘শান্তি বোর্ড’: ট্রাম্প

হত্যার হুমকি পাওয়ায় ইরানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার সময় বাড়াল পাকিস্তান