যুক্তরাজ্যের লন্ডনে অভিবাসনের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ হয়েছে। এতে অংশ নেন এক লাখ ৫০ হাজারের বেশি মানুষ। স্থানীয় সময় শনিবার অভিবাসনবিরোধী কর্মী টমি রবিনসন এই বিক্ষোভের আয়োজন করেন। বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষে ২৬ জন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। খবর বিবিসির।
পুলিশ জানিয়েছে, অভিবাসনের বিরুদ্ধে ‘ইউনাইট দ্য কিংডম’ মিছিলের ডাক দেন রবিনসন। পাশাপাশি অভিবাসনে পক্ষে ‘স্ট্যান্ড আপ টু রেসিজম’ নামে পাল্টা প্রতিবাদ মিছিল হয়েছে। যেখানে প্রায় পাঁচ হাজার মানুষ অংশ নেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে এক হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ জানায়, বিক্ষোভকারীদের দুই পক্ষকে পৃথক রাখার চেষ্টা করছিলেন তারা। এমন সময় বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য বোতলসহ বিভিন্ন জিনিস ছুড়ে মারেন। বিক্ষোভকারীদের হামলায় ২৫ জন পুলিশ আহত হন।
ঘটনাস্থল থেকে সহিংসতার অভিযোগে প্রায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিনসন ‘ইউনাইট দ্য কিংডম’ মিছিলকে বাকস্বাধীনতার উদযাপন হিসেবে অভিহিত করেছেন। বুধবার গুলিবিদ্ধ মার্কিন রক্ষণশীল কর্মী চার্লি কার্কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিক্ষোভকারীরা।
সহকারী কমিশনার ম্যাট টুইস্ট এক বিবৃতিতে বলেছেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে অনেকেই তাদের আইনানুগ প্রতিবাদের অধিকার প্রয়োগ করতে এসেছিলেন। কিন্তু অনেকেই সহিংসতার উদ্দেশ্যে এসেছিলেন।’
আরএ