হোম > বিশ্ব

ট্রাম্পের হুমকির জেরে গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা মোতায়েন

আমার দেশ অনলাইন

ছবি: আল জাজিরা

গ্রিনল্যান্ডে সেনা মোতায়েন শুরু করেছে ইউরোপ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই আর্কটিক অঞ্চল দখলের হুমকি জোরালো হওয়ার প্রেক্ষিতে গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা মোতায়েন জোরদার করা হচ্ছে।

এর আগে ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা সমাধান ছাড়াই শেষ হয়। এরপর আর্কটিক দ্বীপের নিরাপত্তা জোরদার করতে ফ্রান্স, জার্মানি এবং অন্যান্য ইউরোপীয় দেশ থেকে সেনারা গ্রিনল্যান্ডে আসতে শুরু করেছেন।

ফ্রান্স এরই মধ্যে ১৫ জন এবং জার্মানি ১৩ জন সেনা পাঠিয়েছে। নরওয়ে, সুইডেনও এতে অংশগ্রহণ করছে।

ফরাসি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘ফরাসি সামরিক বাহিনীর প্রথম দলটি এরই মধ্যে পৌঁছেছে। অন্যরাও যাচ্ছে।’

এদিকে, জার্মানির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা বৃহস্পতিবার গ্রিনল্যান্ডে ১৩ জন সেনার একটি গোয়েন্দা দল মোতায়েন করছে।

ডেনিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে ডেনমার্ক ‘ন্যাটো মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায়’ গ্রিনল্যান্ডে তার সামরিক উপস্থিতি বাড়ানো হচ্ছে। সুইডেন ও নরওয়ে ঘোষণা করেছে যে তারা গ্রিনল্যান্ডে সামরিক কর্মী পাঠাবে।

এদিকে, গ্রিনল্যান্ড নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর নতুন পদক্ষেপের আহ্বান জানিয়েছে ইউরোপীয় পার্লামেন্টের আইনপ্রণেতাদের একটি দল। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বেশ কয়েকটি দেশের সঙ্গে প্রস্তাবিত মার্কিন বাণিজ্য চুক্তির অনুমোদন প্রক্রিয়া অবিলম্বে স্থগিতের আহ্বান জানানো হয়েছে।

সূত্র: আল জাজিরা

আরএ

পাকিস্তানের মাছ ধরার নৌকা জব্দ করল ভারত, আটক ৯

অমীমাংসিত সমস্যা সত্ত্বেও গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু

বেইজিংয়ে কানাডা-চীন বৈঠক: কী নিয়ে আলোচনা হলো

ইউরোপীয় সেনা গ্রিনল্যান্ডে ট্রাম্পের লক্ষ্য পূরণে বাধা নয়

আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সংঘাতকে ভয় পাই না

ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি আমরা, বললেন ভারতের সেনাপ্রধান

ভারতে ‘অবৈধ মাদরাসা’ চালানোর অভিযোগে স্কুল গুঁড়িয়ে দিল প্রশাসন

গাজা ‘শান্তি বোর্ড’ গঠনের ঘোষণা ট্রাম্পের

ট্রাম্পের মিলিটারি হুঁশিয়ারি ইরানের পরিস্থিতি অস্থিতিশীল করছে: জাতিসংঘ

মাচাদোকে অসাধারণ নারী বললেন ট্রাম্প