হোম > বিশ্ব

গাজা যুদ্ধের মধ্যেই ইসরাইলের সঙ্গে মিশরের গ্যাস চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

গাজা যুদ্ধ চলাকালেই ইসরাইলের সঙ্গে ইতিহাসের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাস রপ্তানি চুক্তি স্বাক্ষর করেছে মিশর। বৃহস্পতিবার দেশ দুটির মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির মোট মূল্য ৩৫ বিলিয়ন ডলার। এর আওতায় ২০৪০ সাল পর্যন্ত বা নির্ধারিত পরিমাণ পূর্ণ হওয়া পর্যন্ত মোট ১৩০ বিলিয়ন ঘনমিটার (bcm) গ্যাস মিশরে সরবরাহ করা হবে।

শুক্রবার মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয় ।

প্রতিবেদনে বলা হয়, চুক্তি অনুযায়ী দুই পর্যায়ে গ্যাস সরবরাহ করা হবে। প্রথম পর্যায়ে ২০২৬ সাল থেকে উন্নত পাইপলাইন সংযোগের মাধ্যমে ২০ (বিসিএম) গ্যাস সরবরাহ শুরু হবে। দ্বিতীয় পর্যায়ে লেভিয়াথান ক্ষেত্রের সম্প্রসারণ এবং নিৎসানা হয়ে মিশরের গ্যাস নেটওয়ার্কে যুক্ত করার জন্য নতুন পাইপলাইন নির্মাণ শেষে বাকি ১১০ (বিসিএম) সরবরাহ করা হবে।

ইসরাইলের জ্বালানি মন্ত্রী এলি কোহেন জানিয়েছেন, এ চুক্তি রাজস্ব, কর্মসংস্থান ও অর্থনীতিতে বড় অবদান রাখবে। নিউমেড এনার্জির প্রধান নির্বাহী একে আঞ্চলিক সহযোগিতা ও মিশরকে এনার্জি হাব হিসেবে গড়ে তোলার সুযোগ হিসেবে দেখছেন।

তবে সমালোচকরা বলছেন, গাজার অবরোধ ও চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই চুক্তি দেশটির ইসরাইলি গ্যাসের ওপর নির্ভরশীলতা আরও বাড়িয়ে দেবে। পাশাপাশি গাজা যুদ্ধ ও ইসরায়েল–ইরান উত্তেজনার কারণে পূর্ব ভূমধ্যসাগরের গ্যাস অবকাঠামোর নিরাপত্তা নিয়েও শঙ্কা রয়েছে।

সুদানে ৪৬ শিশুসহ ১১৬ জনকে হত্যা করল আরএসএফ

মালয়েশিয়ায় ৭৯ বাংলাদেশি আটক

পাকিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদদপুষ্ট ১৪ সন্ত্রাসী নিহত

শর্তসাপেক্ষে অস্ত্র সমর্পণে রাজি হামাস

যুক্তরাষ্ট্র-কানাডায় ৭ মাত্রার ভূমিকম্প

এবার মুর্শিদাবাদে রাম মন্দির নির্মাণের ঘোষণা বিজেপি নেতার

গ্রিসের উপকূলে নৌকা থেকে ১৭ জনের লাশ উদ্ধার

পশ্চিম তীর দখলের বিরুদ্ধে ইসরাইলকে সতর্ক করল জার্মানি

তুরস্কে বাস-লরি সংঘর্ষে নিহত ৭

ভারতের নাইটক্লাবে ভয়াবহ আগুন, ২৩ জনের প্রাণহানি