হোম > বিশ্ব

দুই বছরে ইসরাইলি হামলায় ৩৩ হাজার ফিলিস্তিনি নারী-শিশু নিহত

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

গত দুই বছরে ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৩,০০০ ফিলিস্তিনি নারী ও কন্যাশিশু নিহত হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

মন্ত্রণালয় জানায়, গাজা সরকারি মিডিয়া অফিসের পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি বাহিনীর হামলায় ১২,৫০০-এর বেশি নারী এবং ২০,০০০ শিশু নিহত হয়েছে।

বিবৃতিতে ইসরাইলকে অভিযুক্ত করে বলা হয়, ফিলিস্তিনি নারীর বিরুদ্ধে “ব্যবস্থাবদ্ধ অপরাধ—গণহত্যা, বিচারবহির্ভূত হত্যা, জোরপূর্বক গুম, স্বেচ্ছাচারী গ্রেপ্তার, প্রশাসনিক আটক, নির্যাতন, যৌন সহিংসতা, বাড়িঘর ধ্বংস, ভূমি দখল, দখলদার বাসিন্দাদের সন্ত্রাস, অনাহার এবং আতঙ্ক সৃষ্টি”—চালাচ্ছে ইসরাইল।

মন্ত্রণালয় আরও জানায়, উন্নত নজরদারি প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার গুপ্তচরবৃত্তি ব্যবহার করে ফিলিস্তিনিদের—বিশেষত নারীদের—নির্বিচারে টার্গেট ও আতঙ্কিত করছে ইসরাইল।

ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়কে অবৈধ ইসরাইলি দখলদারিত্ব বন্ধে চাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে বলে, দুই-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন এবং ফিলিস্তিনি জনগণের স্বাভাবিক ও অবিচ্ছেদ্য অধিকার—স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং সীমাবদ্ধতা ছাড়া দেশে ফেরার অধিকার—রক্ষা করা এখন জরুরি।

বিবৃতিতে আরও বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি বাহিনী প্রায় ৭০,০০০ মানুষকে হত্যা করেছে এবং প্রায় ১,৭১,০০০ মানুষকে আহত করেছে, আর দুই বছরের এই যুদ্ধে গাজার অধিকাংশ অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এসআর

যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত

গাজা পুনর্গঠনে ৭০ বিলিয়ন ডলার ব্যয় হবে: জাতিসংঘ

শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র-ইউক্রেন ‘বোঝাপড়া’, মস্কো যাবে বিশেষ দূত

ফিফার প্রেসিডেন্টকে নাগরিকত্ব দিচ্ছে লেবানন

থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

সীমান্ত নিরাপত্তা নিয়ে কোনো ছাড় নয়: মোদি

দেশীয় প্রযুক্তির জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের

পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারতের মদদপুষ্ট’ ২২ সন্ত্রাসী নিহত

টিউলিপের বিচারপ্রক্রিয়ার সমালোচনা শীর্ষস্থানীয় ব্রিটিশ আইনজীবীদের

মার্কিন পণ্য আমদানি বাড়াবে চীন: ট্রাম্প