রাশিয়ার পূর্ব উপকূলের কামচাটকা উপদ্বীপে ৮ দশমিক ৮ শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে প্রথমে রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ৭। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ইকুয়েডরে তিন মিটার (১০ ফুট) উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে।
বুধবার বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ায় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পের কারণেই প্রশান্ত মহাসাগর উপকূলঘেঁষা একাধিক দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। যদিও রাশিয়ার কামচাটকা উপদ্বীপে ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূল প্রায় ১৩ হাজার কিলোমিটার দূরে।
বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, ইকুয়েডরের নিকটবর্তী গালাপাগোস দ্বীপপুঞ্জেও সুনামি সতর্কতা জারি করা হয়েছে এবং সেখানে কিছু ‘প্রতিরোধমূলক’ কার্যক্রমও চলছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্য অনুযায়ী, ওই ভূমিকম্পটি রাশিয়ার পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ৭৮ মাইল বা ১২৬ কিলোমিটার দূরে ১৮ কিলোমিটার গভীরে আঘাত হানে। রাশিয়ায় ভূমিকম্পটি অত্যন্ত শক্তিশালী হওয়ায় এটি প্যাসিফিক অঞ্চলে সুনামির ঝুঁকি তৈরি করেছে।
দেশটির জরুরি পরিস্থিতি বিষয়ক আঞ্চলিক মন্ত্রী সের্গেই লেবেদেভও জানিয়েছেন যে ওই ভূমিকম্পের ফলে কামচাটকা উপকূলে তিন থেকে চার মিটার উচ্চতার সুনামি সৃষ্টি হয়েছে।
ফলে রাশিয়াসহ জাপানের হোক্কাইডো থেকে কিউশু পর্যন্ত উপকূলীয় অঞ্চলে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের পুরো অংশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।