এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ টহল পরিচালনার পরিকল্পনা করছে রাশিয়া ও্ চীন। রাশিয়ার সরকারি সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্স এ তথ্য জানিয়েছে। জাপান সাগরে সাম্প্রতিক মহড়ার পর এ ঘোষণা এলো। খবর আল জাজিরার।
এরআগে জাপান সাগরে দুই দেশ পাঁচ দিনের যৌথ নৌ-মহড়া শেষ করেছে। ওই মহড়ায় সাবমেরিন-বিরোধী এবং বিমান প্রতিরক্ষা মিশনের ওপর জোর দেওয়া হয়।
বুধবার ইন্টারফ্যাক্স জানিয়েছে, রাশিয়ার নৌবাহিনী এবং চীনের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) নৌবাহিনীর জাহাজ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ টহল মিশন পরিচালনার জন্য একটি নতুন টাস্ক গ্রুপ গঠন করবে।
এশিয়া প্রশাস্ত মহাসাগরীয় অঞ্চলে যৌথ টহল পরিচালিনার খবর এমন এক সময় এলো, যখন চীন তার নৌবহরকে আধুনিকীকরণ এবং আপগ্রেড করে একে ‘ব্লু ওয়াটার’ বাহিনীতে পরিণত করছে। যাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা বাহিনীর মতো মহাসাগরে দীর্ঘ পাল্লার অভিযান পরিচালনা করতে সক্ষম হয়।
পাঁচ দিনের মহড়ার চূড়ান্ত পর্যায়ে, রাশিয়ার বড় আকারের সাবমেরিন-বিধ্বংসী জাহাজ অ্যাডমিরাল ট্রিবাটস এবং কর্ভেট গ্রোমকি, চীনা ডেস্ট্রয়ার শাওক্সিং এবং উরুমকির সঙ্গে একসাথে গুলি চালানোর মহড়া চালায়। এসময় নাবিকরা একটি নকল শত্রু সাবমেরিন অনুসন্ধান এবং তার নিস্ক্রিয় করার অনুশীলন করেন।
রাশিয়ার প্যাসিফিক ফ্লিট জানায় এই মহড়া ছিল প্রতিরক্ষামূলক, কোনো দেশের বিরুদ্ধে নয়।
সংবাদ সংস্থাটি জানায় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বৃদ্ধির সম্ভাবনার প্রতিক্রিয়ায় রাশিয়া চীনের সঙ্গে একাধিক সামরিক মহড়া পরিচালনা করছে।
এছাড়া, মস্কো এবং বেইজিং ২০১৯ সাল থেকে এশিয়া প্রশান্ত হাসাগরীয় অঞ্চলে যৌথ বিমান টহল পরিচালনা করেছে।
আরএ