হোম > বিশ্ব

নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের বিমান হামলা

আমার দেশ অনলাইন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আইএসআইএল (আইএসআইএস) যোদ্ধাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র একটি বিমান হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “কমান্ডার ইন চিফ হিসেবে আমার নির্দেশে আজ রাতে যুক্তরাষ্ট্র নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে আইএসআইএস সন্ত্রাসীদের বিরুদ্ধে শক্তিশালী ও প্রাণঘাতী হামলা চালিয়েছে।”

ট্রাম্প দাবি করেন, আইএসআইএল যোদ্ধারা “প্রধানত নিরীহ খ্রিস্টানদের” লক্ষ্য করে হত্যা করেছে এবং এ ধরনের সহিংসতা বহু বছর, এমনকি শতাব্দী ধরে দেখা যায়নি। তিনি আরও বলেন, “আমি আগেই সতর্ক করেছিলাম—এই হত্যাযজ্ঞ বন্ধ না হলে ভয়াবহ পরিণতি হবে। আজ রাতে সেটাই হয়েছে।”

আফ্রিকায় যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রমের দায়িত্বে থাকা ইউএস আফ্রিকা কমান্ড জানিয়েছে, নাইজেরীয় কর্তৃপক্ষের অনুরোধে এই হামলা চালানো হয় এবং এতে “একাধিক আইএসআইএস সন্ত্রাসী” নিহত হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ সামাজিক মাধ্যমে নাইজেরিয়া সরকারের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানিয়ে “আরও পদক্ষেপ আসছে” বলে সতর্ক করেন, তবে বিস্তারিত জানাননি।

আফ্রিকা কমান্ডের বিবৃতিতে বলা হয়, হামলাটি “সোবোতো রাজ্যে” হয়েছে—যা নাইজেরিয়ার সোকোতো রাজ্যের প্রতি ইঙ্গিত বলে ধারণা করা হচ্ছে।

এই হামলা এমন সময়ে এলো, যখন কয়েক সপ্তাহ আগে ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিস্টান নিপীড়নের অভিযোগ তুলে সম্ভাব্য সামরিক পদক্ষেপের পরিকল্পনা করতে পেন্টাগনকে নির্দেশ দেওয়ার কথা বলেছিলেন। তবে নাইজেরিয়া সরকার এসব অভিযোগ প্রত্যাখ্যান করে জানায়, সশস্ত্র গোষ্ঠীগুলো মুসলিম ও খ্রিস্টান—উভয় সম্প্রদায়কেই লক্ষ্য করে এবং পরিস্থিতি জটিল।

নাইজেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, দেশটি যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে “গঠিত নিরাপত্তা সহযোগিতায়” যুক্ত রয়েছে, যার ফলে উত্তর-পশ্চিমাঞ্চলে সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে নির্ভুল বিমান হামলা হয়েছে।

সূত্র: আল জাজিরা

এসআর

ইসরাইল কখনো গাজা ছেড়ে যাবে না: কাৎজ

১৫ লক্ষাধিক নতুন কর্মী নেবে আরব আমিরাত-সৌদি আরব

চীনা যুদ্ধবিমানের প্রধান গ্রাহক পাকিস্তান

পাকিস্তানে প্রথমবার রাষ্ট্রীয় সফরে আরব আমিরাতের প্রেসিডেন্ট

গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ২৫ ফিলিস্তিনির লাশ উদ্ধার

ভেনেজুয়েলায় মার্কিন নৌ অবরোধকে ‘জলদস্যুতা’ আখ্যা দিলো রাশিয়া

মেক্সিকোয় বাস দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩২

ভারতের শিলিগুড়িতে বাংলাদেশিদের জন্য হোটেল বন্ধ, কারণ কী

২০২৬ সালে ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর নির্দেশ কিম জং উনের

থাই-কম্বোডিয়া সীমান্তে নিহত বেড়ে ৯৬