অধিকৃত পশ্চিম তীরের শরণার্থী শিবিরগুলোতে ইসরাইলের অভিযানের ব্যাপক ধ্বংসযজ্ঞ স্যাটেলাইট ছবিতে স্পষ্টভাবে ধরা পড়েছে। হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ) প্রকাশিত নতুন ছবিতে দেখা যায়, গত এক বছরে ইসরাইলি বাহিনীর ধারাবাহিক হমলায় বহু ঘরবাড়ি ধ্বংস হয়েছে, রাস্তা বড় করে তৈরি করা হয়েছে সামরিক প্রবেশপথ এবং আবাসিক এলাকাকে কার্যত সম্পূর্ণ ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলের সেনাবাহিনী ইচ্ছাকৃতভাবে শরণার্থী শিবিরের ভেতরে বসবাসযোগ্য স্থাপনা ভেঙে দিয়ে ‘এলাকা পরিষ্কার’ করেছে, যার ফলে বহু পরিবার গৃহহীন হয়ে পড়েছে। নূর শামস শরণার্থী শিবিরের ২০২৪ সালের অক্টোবর এবং ২০২৫ সালের জুলাইয়ে তোলা দুটি স্যাটেলাইট ছবি তুলনা করলে পুরো এলাকাজুড়ে ব্যাপক ধ্বংসের দৃশ্য দেখা যায়—নতুন রাস্তা, ধ্বংসপ্রাপ্ত ঘরবাড়ি এবং খালি করা ব্লকগুলো স্পষ্ট।
একই চিত্র জেনিন শরণার্থী শিবিরেও। ২০২৪ সালের নভেম্বরের ছবির সঙ্গে ২০২৫ সালের জুলাইয়ের ছবির তুলনা দেখায় যে শিবিরের বড় অংশই সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত হয়েছে। তুলকারেম শিবিরের ক্ষেত্রেও কয়েক মাসের ব্যবধানে তোলা স্যাটেলাইট ছবি ধ্বংসযজ্ঞের মাত্রা প্রমাণ করে।
এইচআরডব্লিউ বলছে, এমন ব্যাপক ধ্বংস আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন। সেই সাথে সংস্থাটি ধ্বংসযজ্ঞের স্বাধীন তদন্তের দাবি জানিয়েছে।