ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সামরিক অভিযানে অংশ নেওয়া ইসরাইলি সেনাবাহিনীর রিজার্ভ ফোর্সের এক কর্মকর্তা আত্মহত্যা করেছেন।
গতকাল বৃহস্পতিবার থমাস এডজগোস্কাস নামের ওই সেনা কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়। গাজায় অভিযান চালানোর পর গিভাতি ব্রিগেডের এই সেনা কর্মকর্তা মানসিক সমস্যায় ভুগছিলেন। খবর রয়া নিউজের।
ইসরাইলি পত্রিকা হায়োম জানিয়েছে, ২৮ বছর বয়সী থমাস ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি আগ্রাসনে অংশ নেন। এরপর গাজায় স্থল অভিযানেও অংশ নেন তিনি। এরপর থেকে পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছিলেন তিনি।
থমাস সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে জানিয়েছিলেন, তিনি ‘আর বেঁচে থাকতে পারবেন না এবং বিধ্বস্ত ও পরাজিত’ বোধ করছেন। যদিও নিজের পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানাননি তিনি।
গত অক্টোবরের শেষ দিকে প্রকাশিত ইসরাইলের সরকারি পরিসংখ্যান বলছে, ১৮ মাসের মধ্যে সামরিক কর্মীরা ২৭৯ বার আত্মহত্যার চেষ্টা করেছেন। এ সময়ে তাদের মধ্যে ৩৬ জন আত্মহত্যা করে মারা গেছেন।
সেনাবাহিনীর এক সাম্প্রতিক পর্যালোচনায় দেখা গেছে, এর মধ্যে বেশির ভাগ ঘটনা গাজায় অভিযান চালানো সেনাদের তীব্র ও বেদনাদায়ক পরিস্থিতির সঙ্গে সম্পৃক্ত।