যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড আক্রমণের জন্য বিশেষ বাহিনীর কমান্ডারদের একটি পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন। ব্রিটেনভিত্তিক ডেইলি মেইল রোববার এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩ জানুয়ারি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক নিউ ইয়র্কে তুলে আনেন ডোনাল্ড ট্রাম্প। এখন এই দ্বীপকে চীন বা রাশিয়া দখলের আগেই একে নিজেদের দখলে নিতে চাইছেন ট্রাম্প।
এজন্য জয়েন্ট স্পেশাল অপারেশনস কমান্ডকে (জেএসওসি) একটি হামলার পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন ট্রাম্প। কিন্তু জয়েন্ট চিফস অব স্টাফ এই পদক্ষেপের বিরোধিতা করছেন। তিনি যুক্তি দিচ্ছেন, এটি বেআইনি এবং কংগ্রেসের সমর্থন পাওয়া যাবে না।
শুক্রবার গ্রিনল্যান্ডের রাজনৈতিক দলগুলোর নেতারা বলেছেন, তারা যুক্তরাষ্ট্র বা ডেনিশের অংশ হতে চান না। তারা গ্রিনল্যান্ডবাসীই হতে চান।
শুক্রবার হোয়াইট হাউসের এক অনুষ্ঠানে ট্রাম্প বলেছেন, ‘আমরা গ্রিনল্যান্ডে কিছু একটা করতে যাচ্ছি, তারা পছন্দ করুক বা না করুক, কারণ আমরা যদি তা না করি, তাহলে রাশিয়া বা চীন এই দ্বীপকে দখল করবে। যুক্তরাষ্ট্র রাশিয়া বা চীনকে প্রতিবেশী হিসেবে রাখব না।’
এসআই