হোম > বিশ্ব

যুক্তরাষ্ট্রের মানুষের কাছে ইসরাইল এখন বর্জনীয়: বেনেট

আতিকুর রহমান নগরী

ছবি: মিডল ইস্ট আই

যুক্তরাষ্ট্রে ইসরায়েলের ভাবমূর্তি ভেঙে পড়েছে বলে মন্তব্য করেছেন ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। স্থানীয় সময় মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। খবর মিডল ইস্ট আইয়ের।

নিউইয়র্ক এবং ওয়াশিংটন ডিসিসহ অন্যান্য স্থানে ১০ দিন সফরের পর তিনি এই মন্তব্য করেন।

২০২১ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত নিউ রাইট পার্টির এই নেতা ইসরাইলের প্রধানমন্ত্রী ছিলেন। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও কট্টর ডানপন্থী লিকুদ পার্টির তীব্র সমালোচনা করে তিনি বলেন, তারা ইসরাইলকে অচ্ছুত রাষ্ট্রে পরিণত করেছেন।

সাবেক প্রধানমন্ত্রী বেনেট বলেন, নেতানিয়াহুর সরকারের কারণে যুক্তরাষ্ট্রে ইহুদি বিদ্বেষ আগের চেয়ে অনেক বেড়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সমস্যার জন্য ইহুদিদের দোষারোপ করা হচ্ছে। বলেন, তার জীবদ্দশায় কখনো এতোটা ইহুদি-বিদ্বেষ দেখেননি। ইসরাইল ডেমোক্র্যাটিক এবং রিপাবলিকান উভয় দলের সমর্থন হারিয়েছে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলনের সদস্যরা ইসরাইল থেকে নিজেদের দূরে সরিয়ে নিচ্ছে। গাজায় ফিলিস্তিনিদের অনাহারে মৃত্যুর কারণে ইসরাইলের মিত্রদের পক্ষেও একে রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে।

সাম্প্রতিক তথ্যে দেখা যায় যুক্তরাষ্ট্রে ইসরাইলের ভাবমূর্তি সম্পর্কে বেনেটের মূল্যায়ন সঠিক।

বেনেট বলেন, ‘আমার মতে, সরকার এখনো বিপর্যয়ের মাত্রা বুঝতে পারেনি। যে কারণে দুই বছর ধরে আমাদের কাছে কোনো তথ্য কেন্দ্র নেই, কোনো উত্তর নেই, কিছুই নেই।’

তিনি বলেন, ‘আমাদের বন্ধুরা তথ্য চাইছেন, সত্য জানতে চাইছেন, জবাব চাইছেন; কিন্তু আমরা কিছু বলতে পারছি না। এমনকি তারা জানেন না কাকে ফোন করতে হবে।’

মিত্রদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর পরামর্শ দয়ে বেনেট বলেন, ইসরাইলের দৃষ্টিভঙ্গি ক্রামাগত তাদের জানাতে হবে।

আরএ

আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইরান-তুরস্ক সমন্বয় জরুরি: আরাগচি

আকাবা উপসাগরে নোঙরে প্রস্তুত মার্কিন যুদ্ধজাহাজ

ইরানে হামলায় ভূখণ্ড-আকাশসীমা ব্যবহার করতে দেবে না আজারবাইজান

চীনের সঙ্গে সম্পর্কোন্নয়ন নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করলেন ট্রাম্প

পাকিস্তানে বাংলাদেশ বিমানকে সংবর্ধনা

মুসলমানদের বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন আসামের মুখ্যমন্ত্রী

কিউবায় তেল বিক্রি করলেই শুল্ক আরোপ: হুমকি ট্রম্পের

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে যা বললেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যের নিজস্ব নিরাপত্তা চুক্তি থাকা প্রয়োজন: তুরস্ক

ইরান নিয়ে উত্তেজনা: যুক্তরাষ্ট্র সফরে ইসরাইল-সৌদি প্রতিনিধিরা