হোম > বিশ্ব

নতুন মাইলফলকে তুরস্কের মানববিহীন ফাইটার কিজিলেলমা

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড।

ফাইটার জেট ‘কিজিলেলমা’ আকাশযুদ্ধে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। দেশটির বৃহৎ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বায়কারের ঘোষণায় জানানো হয়, তুরস্কের নিজস্ব উন্নত রাডার ব্যবহার করে জেটটি প্রথমবারের মতো একটি এফ-১৬ টার্গেটে ৪৮.২ কিলোমিটার দূর থেকে লক করতে সক্ষম হয়েছে। এছাড়া স্থানীয়ভাবে তৈরি গোকদোগান এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র দিয়ে সিমুলেটেড পরীক্ষায়ও সরাসরি আঘাত হানতে সক্ষম হয়েছে।

টেকিরদাগের করলুতে একিনসি ফ্লাইট ট্রেনিং ও টেস্ট সেন্টার থেকে উড্ডয়ন করে কিজিলেলমা প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিট আকাশে অবস্থান করতে সক্ষম হয়েছে। এ সময় দুটি এফ-১৬ কিজিলেলমার সঙ্গে ফরমেশন ফ্লাইটে অংশ নেয়। যেখানে একটি কাছ থেকে যৌথ অপারেশন সক্ষমতা যাচাই করে এবং অন্যটি ‘টার্গেট এয়ারক্রাফট’ হিসেবে পরীক্ষায় অংশ নেয়।

পরীক্ষায় সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল রাডার, জেট এবং ক্ষেপণাস্ত্রের মধ্যে তথ্য আদান-প্রদানের সক্ষমতা। এফ-১৬ শনাক্তের পর কিজিলেলমা তাৎক্ষণিক লক্ষ্য-অবস্থান ও গতির তথ্য গোকদোগান ক্ষেপণাস্ত্রের কাছে সফলভাবে পাঠাতে সক্ষম হয়। এই ডেটা লিংকের সফল যাচাই দেখা যায় কিজিলেলমা বিইউন্ড ভিজুয়্যাল রেঞ্জ (বিভিআর)-এ আঘাত হানতে সক্ষম হয়েছে। যা ভবিষ্যৎ যুদ্ধ সক্ষমতায় বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার সময় বাড়াল পাকিস্তান

গ্রিনল্যান্ড নিয়ে কড়া অবস্থান ট্রাম্পের, বললেন পিছু হটার সুযোগ নেই

সিরিয়ার কারাগার থেকে পালিয়েছে ২০০ আইএস যোদ্ধা

সৌদি আরবে কর্মী নিয়োগে নতুন নিয়ম

সিরিয়ায় সরকার ও এসডিএফের মধ্যে যুদ্ধবিরতি

স্পেনে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, চালক নিহত

গাজায় ঝড়ে ক্ষতিগ্রস্ত প্রায় ৪ হাজার আশ্রয়কেন্দ্র: জাতিসংঘ

গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছে তুরস্ক: এরদোয়ান

ট্রাম্পের অভিবাসননীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ