যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে অংশ নেন। বৈঠকের শুরুতে নিজেকে ২৫ বছর আগের চেয়েও বেশি সতেজ বলে দাবি করলেও পরবর্তী দেড় ঘণ্টা তাকে উদ্যমের বদলে ঘুমের সঙ্গে লড়াই করতে দেখা গেছে।
দুপুরের পর শুরু হওয়া প্রায় আড়াই ঘণ্টার বৈঠকে মন্ত্রিসভার বিভিন্ন সদস্য টেবিল ঘিরে বসে একে একে ট্রাম্পের প্রশংসা করেন। সর্বশেষ বক্তব্য দেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৈঠকের শুরুতেই ট্রাম্প যথারীতি তাঁর পূর্বসূরি জো বাইডেনকে ব্যঙ্গ করে ‘স্লিপি জো’ বলে উল্লেখ করেন।
এসময় নিউইয়র্ক টাইমসের সাম্প্রতিক একটি প্রতিবেদন নিয়েও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। ওই প্রতিবেদনে তাঁর বয়স ও কাজের সক্ষমতা নিয়ে নতুন করে প্রশ্ন তোলা হয়েছিল। ট্রাম্প দাবি করেন, ‘‘আমি আগের চেয়েও বেশি চটপটে, তারা নয়।’’
তবে বৈঠকের কয়েক মিনিট পরই দেখা যায়, প্রেসিডেন্ট নিজেই বারবার তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়ছেন। মন্ত্রিসভার সদস্যদের প্রশংসাসূচক বক্তব্য চলাকালে তাঁকে দীর্ঘ সময় চোখ বন্ধ রেখে বসে থাকতে দেখা যায়। কখনো চোখ পিটপিট করতে করতে মাথা দোলান, কখনো স্থির হয়ে থাকেন ১০–১৫ সেকেন্ড পর্যন্ত।
শিক্ষা, শ্রম, স্বাস্থ্যসহ বিভিন্ন মন্ত্রণালয়ের বক্তব্য চলাকালে একই দৃশ্য বারবার চোখে পড়ে। এমনকি পররাষ্ট্রমন্ত্রী রুবিও তাঁর ‘পরিবর্তনধর্মী’ বৈদেশিক নীতির প্রশংসা করার সময়ও প্রেসিডেন্টকে পাশের চেয়ারে ঢলে পড়তে দেখা যায়। রুবিওর ফুটবল নিয়ে করা রসিকতায় অন্যরা হাসলেও ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল ম্লান।
সিএনএনের হিসাব অনুযায়ী, ২ ঘণ্টা ১৭ মিনিটের বৈঠকে একাধিকবার মনোযোগ হারান প্রেসিডেন্ট। তবে হোয়াইট হাউস এ অভিযোগ অস্বীকার করেছে।
প্রেস সচিব ক্যারোলিন লেভিট এক বিবৃতিতে বলেন, ‘‘প্রেসিডেন্ট ট্রাম্প মনোযোগ দিয়ে সব বক্তব্য শুনেছেন এবং পুরো তিন ঘণ্টার বৈঠক পরিচালনা করেছেন।’’
সূত্র: সিএনএন
এসআর