হোম > বিশ্ব

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীর অজান্তেই চলে যাচ্ছে লোকেশনের তথ্য, কীভাবে

আমার দেশ অনলাইন

ছবি সংগৃহীত।

হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের অবস্থান শেয়ার না করলেও বার্তাগুলোর মধ্যে লুকানো জিপিএসের মাধ্যমে ব্যাক্তির অবস্থানের ডেটা প্রকাশ হয়ে যেতে পারে। ডিজিটাল ফরেনসিক তদন্তকারী এলর্ম ড্যানিয়েল মার্কিন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া এক পোস্টে এমনটি দাবি করেছেন।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (২৫ নেভেম্বর) ড্যানিয়েল তার পোস্টে জানিয়েছেন, গত ৩ সেপ্টেম্বর তিনি তার পরিচিত একজন বন্ধুর কাছ থেকে নিয়মিত হোয়াটসঅ্যাপ বার্তা পেয়েছিলেন। পরবর্তীতে তিনি বার্তাগুলোর ফরেনসিক পর্যালোচনার করে দেখেন, ডিভাইসটি বার্তাটি পাঠানোর সময় প্রেরকের সঠিক অবস্থান বের করতে পেরেছিল।

তিনি বলেছিলেন, ‘কল্পনা করুন যে কারও কাছ থেকে একটি সাধারণ হোয়াটসঅ্যাপ বার্তা পেয়েছেন, এরপর আবিষ্কার করে দেখেন যে বার্তাটিতে গোপনে তাদের সঠিক অবস্থানও রয়েছে, যদিও তারা কখনোই এটি শেয়ার করেননি।’

ড্যানিয়েল দাবি করেছেন, যদি কোনো স্মার্টফোন ফরেনসিক ইমেজিং করে, তবে তৃতীয় পক্ষ প্রাপকের ডিভাইস থেকে প্রেরকের অবস্থান পুনরুদ্ধার করতে পারে, যদি কথোপকথনের সময় অবস্থান পরিষেবাগুলি সক্ষম করা থাকে।

তিনি বলেছেন, ‘হোয়াটসঅ্যাপে চ্যাট করার সময় যদি আপনার লোকেশন চালু করা থাকে, তাহলে অন্য কারো ডিভাইস থেকে আপনার সঠিক লোকেশনের সঠিক অবস্থান বের করা যেতে পারে যদি তাদের ডিভাইসের ফরেনসিক ইমেজিং করা হয়।’

তিনি আরো জানিয়েছেন যে কোনো ব্যাক্তি ইচ্ছাকৃতভাবে অবস্থানের তথ্য শেয়ার না করলেও, বার্তার মেটাডেটাতে সুনির্দিষ্ট তথ্য রয়ে যায় যা দিয়ে অবস্থান নির্ণয় করা যায়।

ফোনে সংরক্ষিত মিডিয়া ফাইলগুলিতে বিস্তারিত মেটাডেটা থাকে। ড্যানিয়েল বলেন, ছবি, ভিডিও, স্ক্রিনশট এবং ভয়েস রেকর্ডিং-এ প্রতিটি ফাইল কখন এবং কোথায় তৈরি করা হয়েছিল তা দেখানোর জন্য সুনির্দিষ্ট জিপিএস স্থানাঙ্ক অন্তর্ভুক্ত ছিল।

অন্যদিকে হোয়াটসঅ্যাপের এআই সহায়তা পরিষেবার পক্ষ থেকে একটি প্রতিক্রিয়ায় বলা হয়েছে: ‘হোয়াটসঅ্যাপের এন্ড-টু-এন্ড এনক্রিপশন নিশ্চিত করে যে অবস্থানের ডেটা সহ বার্তাগুলি এনক্রিপ্ট করা হয়েছে এবং কেবল প্রেরক এবং তার ইচ্ছায় প্রাপক অ্যাক্সেস করতে পারে। তবে, একটি ফরেনসিক মামলার প্রেক্ষাপটে বলা হয়েছে, এটি সম্ভব যে ডিভাইস-স্তরের মেটাডেটা, যেমন অবস্থানের ডেটা, কোনো ডিভাইস থেকে বা ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে ব্যাকআপ থেকে বের করা যেতে পারে।’

ট্রাম্পের বিরুদ্ধে প্রায় ১০ লাখ ডলারের জরিমানা আদালতে বহাল

টনসিল অপারেশনের পর ৫ বছরের শিশুর মৃত্যু

যে কারণে আরব আমিরাতের ভিসা পাচ্ছেন না পাকিস্তানিরা

হংকংয়ের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৬৫

ফিল্মি স্টাইলে ফ্রান্সের কারাগার থেকে পালালো ২ কয়েদি

ফীনল্যান্ডে শুরু হচ্ছে তুর্কি চলচ্চিত্র উৎসব

সামরিক অভ্যুত্থানের পর গিনি-বিসাউয়ে অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা

বই-খাতা নেই, ঘরও নেই—অস্থায়ী তাঁবুতেই গড়ছে গাজার আগামী

এবার কি লেবানন ধ্বংসের ইঙ্গিত দিলেন ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

ব্রাজিলে ইসরাইলের সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার দাবি