শ্রীলঙ্কায় টানা এক সপ্তাহ ধরে চলা প্রবল বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪১০–এ দাঁড়িয়েছে। এখনো অন্তত ৩৩৬ জন নিখোঁজ রয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র। খবর এএফপির।
দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী, ২০০৪ সালের ভারত মহাসাগরীয় সুনামির পর এটিকে শ্রীলঙ্কার সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ হিসেবে দেখা হচ্ছে। এ পর্যন্ত ১৫ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এসআর