হোম > বিশ্ব

গাজা গণহত্যায় দায়ীদের জবাবদিহি করতেই হবে: স্প্যানিশ প্রধানমন্ত্রী

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ জোড়ালো করতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, যুদ্ধবিরতি বেসামরিক নাগরিকদের দুর্ভোগের অবসান ঘটাতে পারেনি। জোর দিয়ে বলেন, গাজা গণহত্যার জন্য দায়ীদের জবাবদিহি করতেই হবে। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

বুধবার মানবাধিকার দিবসে লা মনক্লোয়া প্রাসাদে দেয়া বক্তব্যে সানচেজ বলেন, মানবিক মর্যাদা নিঃশর্ত এবং এ নিয়ে দর কষাকষির কোনো সুযোগ নেই।

সানচেজ দ্বিরাষ্ট্রীয় সমাধানের প্রতি মাদ্রিদের সমর্থনের কথাও পুনর্ব্যক্ত করেন। বলেন, এটিই ইসরাইল-ফিলিস্তিন সংঘাতের ‘একমাত্র সম্ভাব্য সমাধান’। তিনি জোর দিয়ে বলেন, গাজায় যুদ্ধবিরতি বাস্তব হওয়া উচিত, কাল্পনিক নয়। বলেন, বেসামরিক নাগরিকদের ওপর আক্রমণ বন্ধ করতে হবে।

মাহমুদ আব্বাসের পাশে দাঁড়িয়ে সানচেজ বলেন, ‘২০২৫ সাল ফিলিস্তিনি জনগণের জন্য ভয়াবহ ছিল, গাজার দশটির মধ্যে নয়টি বাড়ি এখন বসবাসের অযোগ্য এবং হাজার হাজার জীবন ও পরিবার ধ্বংস হয়ে গেছে।’ জাতিসংঘ হিসেবে অনুযায়ী, গাজা উপত্যকাজুড়ে পাঁচ কোটি টনেরও বেশি ধ্বংসস্তূপ রয়েছে।

তিনি সতর্ক করে বলেন, ‘যুদ্ধবিরতি বেসামরিক নাগরিকদের দুর্ভোগের অবসান ঘটাতে পারেনি। যুদ্ধবিরতি ঘোষণার পরেও, গাজার ফিলিস্তিনিরা এখনো আক্রমণের শিকার হচ্ছে। প্রকৃত শান্তি ন্যায়বিচারের ওপর ভিত্তি করে তৈরি হতে হবে। এই গণহত্যার জন্য দায়ীদের আজ হোক কাল হোক জবাবদিহি করতেই হবে।’

সানচেজ সবশেষে বলেন, স্পেন ও ফিলিস্তিন সবসময় হাতে হাত রেখে চলবে। মাহমুদ আব্বাস ২০২৪ সালের মে মাসে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়ায় স্পেনকে ধন্যবাদ জানান।

আরএ

রিয়াদে তুরস্ক ও সৌদি আরবের উচ্চ পর্যায়ের সামরিক বৈঠক অনুষ্ঠিত

ইইউর বিধিনিষেধের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি রাশিয়ার

ইসরাইল থাকায় ট্রফি ফেরত দেওয়ার ঘোষণা ইউরোভিশন চ্যাম্পিয়নের

সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে যেতে চাইলে মিলবে না ভিসা

অস্ট্রিয়ায় হিজাব নিষিদ্ধের আইন পাস, বৈষম্যের অভিযোগ বিশেষজ্ঞদের

গাজায় গত ২৪ ঘণ্টায় শীতকালীন ঝড়ে নিহত ১০

নরওয়ের বিরুদ্ধে কূটনৈতিক আচরণ ভঙ্গের অভিযোগ, রাষ্ট্রদূতকে তলব পাকিস্তানের

যেভাবে যুক্তরাষ্ট্রের অতি গোপনীয় বোমার প্রযুক্তি হস্তগত করল ইরান

রাশিয়ার তেল কিনতে ভারতের নতুন কৌশল

শুল্ক কমাতে বারবার ট্রাম্পের কাছে ধরনা দিচ্ছেন মোদি