দূরবর্তী চিকিৎসায় বৈপ্লবিক অগ্রগতি
রোবোটিক প্রযুক্তির সহায়তায় চিকিৎসা বিজ্ঞানে নতুন এক ইতিহাস সৃষ্টি হয়েছে। স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্রের সার্জনরা বিশ্বের প্রথম দূরবর্তী স্ট্রোক অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন করেছেন।
ডান্ডি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইরিস গ্রুনওয়াল্ড স্বেচ্ছায় দানকৃত একটি লাশে দূরবর্তী থ্রম্বেক্টমি পরিচালনা করেন। এর মাধ্যমে দেহে স্ট্রোকের কারণে যে রক্ত জমাট হয়েছিল তা অপসারণের প্রক্রিয়া সম্পন্ন করা হয়। তিনি অপারেশনটি পরিচালনা করেন ডান্ডির নাইনওয়েলস হাসপাতাল থেকে আর লাশটি ছিল শহরের অন্য প্রান্তে ।
এর কয়েক ঘণ্টা পর, যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক নিউরোসার্জন রিকার্ডো হ্যানেল তার জ্যাকসনভিল অফিস থেকে ৪,০০০ মাইল (৬,৪০০ কিলোমিটার) দূরে ডান্ডিতে আরেকটি মানব দেহে বিশ্বের প্রথম ট্রান্সআটলান্টিক রোবোটিক অস্ত্রোপচার সম্পন্ন করেন।
চিকিৎসা বিশেষজ্ঞরা বলছেন, যদি এই পদ্ধতিটি ক্লিনিক্যাল অনুমোদন পায়, তবে এটি স্ট্রোক চিকিৎসায় এক ‘গেম চেঞ্জার’ হয়ে উঠবে। কারণ এটি বিশেষজ্ঞদের দূর থেকে রোগীদের জীবনরক্ষাকারী চিকিৎসা দেওয়ার সুযোগ সৃষ্টি করবে। বিশেষত প্রত্যন্ত বা সুবিধাবঞ্চিত এলাকায় যেখানে চিকিৎসা সুবিধা সীমিত।
অধ্যাপক গ্রুনওয়াল্ড বলেন, ‘মনে হচ্ছিল যেন আমরা ভবিষ্যতের এক ঝলক দেখছি। আগে যেটি বিজ্ঞান কল্পকাহিনীর মতো মনে হতো, আমরা দেখিয়েছি সেটি এখন বাস্তব।’
গবেষকরা আশা করছেন, এই পরীক্ষার সাফল্য বিশ্বব্যাপী দূরবর্তী স্ট্রোক কেয়ার ব্যবস্থার বিকল্প পথ খুলে দেবে, যেখানে বিচ্ছিন্ন অঞ্চলের রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসা পেতে আর পথের দূরত্ব অতিক্রম করতে হবে না।
সূত্র: আনাদুলু এজেন্সি, বিবিসি।