হোম > বিশ্ব

চীনে যাচ্ছেন পুতিন এরদোয়ান ও মোদি

এসসিও শীর্ষ সম্মেলন

আন্তর্জাতিক ডেস্ক

চীনের তিয়ানজিন শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে আঞ্চলিক সহযোগিতা সংস্থা সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) শীর্ষ সম্মেলন। আগামী ৩১ আগস্ট-১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া এ সম্মেলনে অংশ নেবেন বিশ্বের ২০টির বেশি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিও বিনের তথ্য অনুসারে, সম্মেলনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ান ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নিচ্ছেন। এছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস সম্মেলনে অংশ নেবেন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করবেন।

তিনি বলেন, ‘চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ২০টির বেশি বিদেশি রাষ্ট্রের নেতা ও ১০টি আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গে হাই নদীর তীরে মিলিত হবেন। সেখানে তিনি তাদের এসসিওর সফল অভিজ্ঞতা, এর উন্নয়ন ও পুনর্গঠন উপস্থাপন এবং অংশীদারদের সহযোগিতা ও যৌথ উদ্যোগের জন্য একত্রিত করার সারাংশ উপস্থাপন করবেন।’

লিও বিন জানান, শি জিনপিং এ সম্মেলনকে সংস্থাটির প্রতি বিশ্বের বিভিন্ন দেশের সমর্থন হিসেবে তুলে ধরার চেষ্টা করবেন। এছাড়া তিয়ানজিন থেকে একটি যৌথ ঘোষণাপত্র দেওয়া হবে বলেও জানান তিনি।

এ সম্মেলনের মাধ্যমে চীন সংস্থাটির স্থিতিশীলতা ও স্থিতাবস্থার সঙ্গে সুবিধাজনক মুহূর্ত তৈরি করতে পারবে বলে প্রত্যাশা করেন তিনি।

এর আগে গত বছর কাজাখস্তানের রাজধানী আস্তানায় এসসিওর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে অংশ নেওয়া নেতারা আঞ্চলিক সন্ত্রাস মোকাবিলা, নবায়নযোগ্য জ্বালানি ও ডিজিটাল অর্থনীতির বিষয়ে একসঙ্গে কাজ করতে সম্মত হয়।

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা