হোম > বিশ্ব

যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত

আমার দেশ অনলাইন

২০২৩ সালের অক্টোবর থেকে, ইসরাইলি সেনাবাহিনী গাজায় প্রায় ৭০,০০০ মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। সংগৃহীত ছবি

গাজায় যুদ্ধবিরতির চুক্তি উপেক্ষা করে ইসরাইলি সেনাবাহিনী উত্তর ও দক্ষিণ গাজার সেনানিয়ন্ত্রিত এলাকাগুলোতে গোলাবর্ষণ ও ভবন ধ্বংস অব্যাহত রেখেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা সংবাদ মাধ্যম আনাদোলুকে জানান, বুধবার গাজা সিটির শুজাইয়া এলাকায় ইসরাইলি সেনারা একাধিক আবাসিক ভবন উড়িয়ে দিয়েছে। এগুলো সামরিক নিয়ন্ত্রণাধীন “ইয়েলো লাইন” বেষ্টিত অঞ্চলের মধ্যে পড়ে।

দক্ষিণ গাজার খান ইউনুসের পূর্বাঞ্চলেও সেনানিয়ন্ত্রিত এলাকাগুলোতে ইসরাইলি কামান থেকে গোলাবর্ষণ করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

তবে এসব হামলায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।

গত কয়েক সপ্তাহ ধরে যুদ্ধবিরতির অংশ হিসেবে সেনাবাহিনীর দখলকৃত এসব এলাকায় প্রতিদিনই গোলাবর্ষণ ও ভবন ধ্বংসের ঘটনা ঘটছে। ইসরাইল দাবি করছে, তারা হামাসের অবকাঠামো টার্গেট করছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরাইলি বাহিনী গাজায় প্রায় ৭০,০০০ মানুষকে হত্যা করেছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু, এবং ১,৭১,০০০ জনকে আহত করেছে। দুই বছরেরও বেশি সময় ধরে চলা এই গণবিধ্বংসী অভিযানে গাজার অধিকাংশ অঞ্চল এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এসআর

দুই বছরে ইসরাইলি হামলায় ৩৩ হাজার ফিলিস্তিনি নারী-শিশু নিহত

গাজা পুনর্গঠনে ৭০ বিলিয়ন ডলার ব্যয় হবে: জাতিসংঘ

শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র-ইউক্রেন ‘বোঝাপড়া’, মস্কো যাবে বিশেষ দূত

ফিফার প্রেসিডেন্টকে নাগরিকত্ব দিচ্ছে লেবানন

থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

সীমান্ত নিরাপত্তা নিয়ে কোনো ছাড় নয়: মোদি

দেশীয় প্রযুক্তির জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের

পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারতের মদদপুষ্ট’ ২২ সন্ত্রাসী নিহত

টিউলিপের বিচারপ্রক্রিয়ার সমালোচনা শীর্ষস্থানীয় ব্রিটিশ আইনজীবীদের

মার্কিন পণ্য আমদানি বাড়াবে চীন: ট্রাম্প