হোম > বিশ্ব

কলকাতার রেড রোডেই হবে ঈদের জামাত

পিছু হটল সেনাবাহিনী

বিশেষ প্রতিনিধি, কলকাতা

বহু বছর ধরে ভারতের কলকাতার রেড রোডে দুই ঈদের নামাজ আয়োজন করে কলকতা খিলাফত কমিটি। কখনোই কোনো সমস্যা না হলেও এবার দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে অনুমতি প্রত্যাখ্যানের খবর প্রকাশ্যে আসে। এতে মুসলিমদের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়, নিন্দা ও সমালোচনার ঝড় ওঠে। একপর্যায়ে ঈদের জামাত নিয়ে সংশয় দেখা দেয়। অবশেষে পিছু হটে সেনাবাহিনী। ফলে রেড রোডেই পবিত্র ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে বলে রোববার সংবাদ সম্মেলনে জানায় খিলাফত কমিটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেনÑকলকাতা খিলাফত কমিটির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী জাভেদ আহমেদ খান, সাধারণ সম্পাদক নাসির আহমেদ, সদস্য মুহাম্মদ খলিল, ইরফান আলী তাজ, ইসহাক মল্লিক, মোমতাজ খান প্রমুখ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাভেদ আহমদ খান বলেন, একটি সমস্যা হয়েছিল। আমাদের সঙ্গে সেনা কর্মকর্তা ও রাজ্য প্রশাসনের কথা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হস্তক্ষেপ করেছেন। সব সমস্যা মিটে গেছে। রেড রোডেই ঈদুল আজহার জামাত হবে। পূর্বনির্ধারিত সূচি মেনে সকাল সাড়ে ৮টায়য় এবারও নামাজ হবে।

খিলাফত কমিটির সদস্য ও কর্মকর্তারা জানান, ঈদের জামাতে অংশগ্রহণকারীদের কথা ভেবে বক্তব্য বাংলায়ও করার বিষয়ে আলোচনা হয়েছে। ভালো ক্বারি বা আলেম যিনি দক্ষতা রাখেন, তার জন্য ভাবা হচ্ছে। মূলত ঈদুল ফিতরের সময় মুখ্যমন্ত্রী নিজে উপস্থিত থেকে শুভেচ্ছাবিনিময় করেন। এবারের ঈদেও তিনি সৌহার্দবিনিময় করতে পারেন।

ইসলামি খিলাফত পুনরায় প্রতিষ্ঠা করা ও দেশের স্বাধীনতা সংগ্রামে বড় ভূমিকা পালন করে খিলাফত কমিটি। এক সময় ব্রিটিশ ভারতের বেশকিছু শহরে খিলাফত কমিটি তৈরি হয়। তার মধ্যে কলকাতা অন্যতম। ওই খিলাফত কমিটির অস্তিত্ব নেই বললেই চলে। বর্তমানে কলকাতা খিলাফত কমিটি রেড রোডে দুই ঈদের নামাজ ও সামাজিক কিছু কাজকর্ম করে থাকে। মাওলানা সওকাত আলী, মুহাম্মদ আলী, মহাত্মা গান্ধীর মতো প্রথম সারির নেতারা নেতৃত্ব দেন খিলাফত কমিটির।

জাপানে আগ্নেয়গিরির কাছে হেলিকপ্টার নিখোঁজ

জাতিসংঘের বিকল্প হতে পারে ‘শান্তি বোর্ড’: ট্রাম্প

হত্যার হুমকি পাওয়ায় ইরানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ট্রাম্পের

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের হত্যাকারীর যাবজ্জীবন কারাদণ্ড

ভারতীয় বিমানের জন্য আকাশসীমা নিষেধাজ্ঞার সময় বাড়াল পাকিস্তান

গ্রিনল্যান্ড নিয়ে কড়া অবস্থান ট্রাম্পের, বললেন পিছু হটার সুযোগ নেই

সিরিয়ার কারাগার থেকে পালিয়েছে ২০০ আইএস যোদ্ধা

সৌদি আরবে কর্মী নিয়োগে নতুন নিয়ম

সিরিয়ায় সরকার ও এসডিএফের মধ্যে যুদ্ধবিরতি

স্পেনে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, চালক নিহত