হোম > বিশ্ব

ইউরোপীয় সেনা গ্রিনল্যান্ডে ট্রাম্পের লক্ষ্য পূরণে বাধা নয়

হোয়াইট হাউস

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

গ্রিনল্যান্ড দখলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জেরে দ্বীপটিতে সেনা মোতায়েন করেছে ইউরোপ। তবে হোয়াইট হাউস বলছে, সেনা মোতায়েন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের লক্ষ্য পূরণে কোনো প্রভাব ফেলবে না। বৃহস্পতিবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট সাংবাদিকেদের এ কথা বলেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

লিভিট বলেন, ‘আমি মনে করি না যে ইউরোপীয় সেনারা প্রেসিডেন্টের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকে প্রভাবিত করবে, এমনকি গ্রিনল্যান্ড অধিগ্রহণে তার লক্ষ্যকেও প্রভাবিত করবে না।’

ডেনমার্ক, গ্রিনল্যান্ড ও যুক্তরষ্ট্রের মধ্যে বৈঠকের কথা উল্রেখ করে তিনি বলেন, ‘সেই বৈঠকে উভয় পক্ষই একটি কর্মী গ্রুপ গঠনে সম্মত হয়েছে, যারা গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়ে প্রযুক্তিগত আলোচনা চালিয়ে যাবে। আমাকে বলা হয়েছে, প্রতি দুই থেকে তিন সপ্তাহ পরপর এই আলোচনা অনুষ্ঠিত হবে।’

এদিকে, বৃহস্পতিবার ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন সামাজিক মাধ্যমে লেখেন, ‘আর্কটিকের দীর্ঘমেয়াদি নিরাপত্তা বাড়াতে হবে— এই লক্ষ্যে আমরা একমত, কিন্তু পদ্ধতিতে আমরা একমত নই।’ তিনি বলেন, ‘এটি ২০২৬ সাল, এখন আপনি মানুষের সঙ্গে বাণিজ্য করতে পারেন, কিন্তু আপনি মানুষ নিয়ে বাণিজ্য করতে পারেন না।’

ট্রাম্প জোর দিয়ে বলেছেন, তিনি গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নিতে চান, কিন্তু গ্রিনল্যান্ডবাসী বলছেন যে এটি বিক্রির জন্য নয়।

দ্বীপটি ডেনমার্কের একটি আধাস্বায়ত্তশাসিত অঞ্চল। সে দেশের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সতর্ক করে বলেছেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র জোর করে গ্রিনল্যান্ড দখল করার চেষ্টা করে, তাহলে এটি ন্যাটোর ভেঙে যাওয়ার কারণ হতে পারে।

আরএ

ইরানে হামলা না চালাতে ট্রাম্পকে রাজি করিয়েছে যে ৩ দেশ

মিনেসোটার বিক্ষোভের বিরুদ্ধে জরুরি আইন প্রয়োগের হুমকি ট্রাম্পের

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউনের ৫ বছরের কারাদণ্ড

ভয়াবহ দাবানলে পুড়ছে ভারতের উত্তরাখণ্ড

পাকিস্তানের মাছ ধরার নৌকা জব্দ করল ভারত, আটক ৯

অমীমাংসিত সমস্যা সত্ত্বেও গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু

বেইজিংয়ে কানাডা-চীন বৈঠক: কী নিয়ে আলোচনা হলো

আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সংঘাতকে ভয় পাই না

ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছি আমরা, বললেন ভারতের সেনাপ্রধান

ভারতে ‘অবৈধ মাদরাসা’ চালানোর অভিযোগে স্কুল গুঁড়িয়ে দিল প্রশাসন