মালয়েশিয়ায় সাতটি রাজ্যে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১০ হাজার ৯২২ জন মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কেলানটান রাজ্য। দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বন্যায় বাস্তুচ্যুতদের জন্য ওই সাতটি রাজ্যে ৬০টি অস্থায়ী আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। খবর বার্তা সংস্থা আনাদোলুর।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামা জানায়, উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যে সোমবার সকাল পর্যন্ত ৮ হাজার ২৪৮ জন বন্যা কবলিত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার রাতের সা হাজার ৮৩০ জন ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানানো হয়েছিল।
কর্তৃপক্ষ জানায়, ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় কেলানটানের পরিস্থিতি এখনও সংকটজনক। অন্যান্য রাজ্যগুলোতেও বন্যার পানি বাড়ছে। পার্লিসে বন্যা আক্রান্ত হয়েছে ২৪৩টি পরিবারের ৮১১ জন ব্যক্তি।
পেনাংয়েও বন্যা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সেখানে ৫৭টি পরিবারের ২৪২ জন বন্যা কবলিত হয়েছেন। তবে কেদাহ এবং তেরেঙ্গানুতে বন্যা আক্রান্তের সংখ্যা কমেছে।
প্রতি বছর অক্টোবর থেকে শুরু হয়ে মার্চ পর্যন্ত চলা বর্ষাকালে মালয়েশিয়ার পুর্ব উপকূলে বন্যা একটি সাধারণ ঘটনা। প্রতি বছরই এ সময় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হন।
আরএ