সৌদি আরবের মন্ত্রিসভা গত মঙ্গলবার ২০২৬ সালের জন্য দেশটির বাজেট অনুমোদন করেছে। এবারের বাজেটের আকার ১.৩১৩ ট্রিলিয়ন রিয়াল বা ৩৫০ বিলিয়ন ডলার।
সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) এই তথ্য নিশ্চিত করেছে। খবর আল আরাবিয়ার।
বাজেটের ৩৫০ বিলিয়ন ডলারের মধ্যে ৩০৬ বিলিয়ন ডোলার আসবে রাজস্ব খাত থেকে এবং ঘাটতির পরিমাণ ৪৪ বিলিয়ন ডলার।
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বাজেট অনুমোদনের পর বলেছেন, ভিশন ২০৩০ চালু হওয়ার পর থেকে তেল-বহির্ভূত অর্থনীতির উন্নতি হয়েছে এবং বেসরকারি খাতের ভূমিকা বেড়েছে।
সৌদির অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৬ সালে দেশটির অর্থনীতি ৪.৬ শতাংশ হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে, যেখানে বাজেট ঘাটতি জিডিপির ৩.৩ শতাংশ হতে পারে।
এছাড়া সরকারি ঋণ ৪৩২.১২ বিলিয়ন ডলার বা জিডিপির ৩২.৭ শতাংশে পৌঁছাবে বলে অনুমান করা হচ্ছে।