হোম > বিশ্ব

অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ইরানের নৌবাহিনী উত্তর ভারত মহাসাগর ও ওমান সাগরে একাধিক অ্যান্টি-শিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে । বৃহস্পতিবার অনুষ্ঠিত ‘ইকতেদার ১৪০৪ (২০২৫)’ বা ‘টেকসই কর্তৃত্ব ১৪০৪’ নামের মহড়ার অংশ হিসেবে যুদ্ধজাহাজ ‘জেনেভেহ’ ও ‘সাবালান’ থেকে একই সঙ্গে ‘নাসির’, ‘গাদির’ এবং ‘কাদের’ নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তু নিখুঁতভাবে ধ্বংস করা হয়।

ইরানি গণমাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মহড়ার এক পর্যায়ে বিভিন্ন পাল্লার নৌ ক্রুজ ক্ষেপণাস্ত্র সমুদ্রের ডেক, উপকূল ও সমুদ্রভিত্তিক স্থাপনা থেকে উৎক্ষেপণ করা হয়। এতে লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাতের মাধ্যমে ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবস্থার নির্ভুলতা ও ধ্বংসক্ষমতা তুলে ধরা হয়।

প্রতিবেদনে আরো বলা হয়, ‘কাদের’ একটি মাঝারি পাল্লার জাহাজবিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা উচ্চ ধ্বংসাত্মক ক্ষমতা ও নিখুঁততা নিয়ে সমুদ্র ও উপকূলীয় লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। অন্যদিকে, ‘গাদির’ দীর্ঘ পাল্লার রাডার এড়ানো ক্ষেপণাস্ত্র, যা জাহাজবিধ্বংসী অভিযানে কার্যকর।

দুই দিনব্যাপী এই মহড়ায় ইরানের নৌবাহিনীর জাহাজ, বিমান ইউনিট, উপকূল ও সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট অংশ নেয়।

ইরানি সামরিক বাহিনীর দাবি, এ মহড়া তাদের প্রতিরক্ষা প্রস্তুতি ও আধুনিক যুদ্ধ সক্ষমতা আরও শক্তিশালীভাবে তুলে ধরেছে।

বিক্ষোভকারীদের আত্মসমর্পণের জন্য ৩ দিনের আল্টিমেটাম দিল ইরান

কলকাতা বইমেলায় বাংলাদেশকে যোগ দিতে দিলেন না আয়োজকরা

৪০ ফুট বরফে চাপা পড়েছে রাশিয়ার কামচাটকা অঞ্চল

ম্যাক্রোঁ ও ন্যাটো মহাসচিবের বার্তার স্ক্রিনশট পোস্ট করলেন ট্রাম্প

মার্কিন পতাকা হাতে গ্রিনল্যান্ডে ট্রাম্প!

এবার ট্রাম্পের ‘শান্তি বোর্ড’-এ যোগদানের আমন্ত্রণ পেল চীন

চাগোস দ্বীপপুঞ্জ হস্তান্তরের সিদ্ধান্তে যুক্তরাজ্যের প্রতি কড়া সমালোচনা ট্রাম্পের

চীনের ইস্পাত কারখানায় বিস্ফোরণ, নিহত বেড়ে ৯

ভারতে বিজেপির সভাপতি হলেন বিহারের নীতিন নবীন

স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা