হোম > বিশ্ব

গণতন্ত্রকে স্বাধীনতার জন্য লড়াই করতে হবে: মাচাদো

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

গণতন্ত্র টিকে রাখতে হলে স্বাধীনতার জন্য সর্বদা লড়াই করতে হবে— নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া কোরিনা মাচাদো বুধবার এমন বার্তা দিয়েছেন। অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতে না পারায় তাঁর পক্ষ থেকে কন্যা আনা কোরিনা সোসা তাঁর বক্তৃতা পাঠ করেন।

৫৮ বছর বয়সী এই ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতার অসলোর সিটি হলে নরওয়ের রাজা হারাল্ডের উপস্থিতিতে পুরস্কার গ্রহণ করার কথা ছিল। দেশে আরোপিত দীর্ঘমেয়াদি ভ্রমণ নিষেধাজ্ঞা ভেঙে এবং এক বছরের বেশি আত্মগোপনে থাকার পর তিনি অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।

একটি অডিও বার্তায় মাচাদো নোবেল কমিটির প্রধান ইয়রগেন ওয়াটনে ফ্রিডনেসকে জানান, তিনি অসলোর পথে রয়েছেন, যদিও তাঁর অবস্থান স্পষ্ট ছিল না। নোবেল ইনস্টিটিউট জানায়, তিনি রাতে কোনো একসময় পৌঁছাতে পারেন।

বক্তৃতায় মাচাদো বলেন, নোবেল শান্তি পুরস্কার শুধু তাঁর দেশের নয়, বরং বিশ্বের জন্যও তাৎপর্যপূর্ণ। তিনি মনে করিয়ে দেন—শান্তির জন্য গণতন্ত্র অপরিহার্য, আর ভেনেজুয়েলার দীর্ঘ সংগ্রাম বিশ্বকে এ বিষয়ে একটি কঠিন শিক্ষা দিয়েছে।

মাচাদো বলেন, ‘যদি আমরা গণতন্ত্র চাই, তবে স্বাধীনতার জন্য লড়াই করতে প্রস্তুত থাকতে হবে।’ অসলোর অনুষ্ঠানে তাঁর উপস্থিতির প্রতীক হিসেবে সিটি হলে তাঁর বড় একটি হাস্যোজ্জ্বল প্রতিকৃতি টানানো ছিল।

লিখিত বক্তৃতার অনুসৃত অংশে মাচাদো বলেন, “স্বাধীনতার জন্য লড়াই চললে প্রতিদিন স্বাধীনতা নতুনভাবে অর্জিত হয়—এ কারণেই ভেনেজুয়েলার সংগ্রাম শুধু তাদের নয়, মানবতারও।” তিনি বলেন, একবার জনগণ স্বাধীনতার সিদ্ধান্ত নিলে তারা কেবল নিজেদেরই মুক্ত করে না, বরং মানবজাতির প্রতি অবদান রাখে।

২০২৪ সালে বিরোধী দলের প্রাইমারিতে বড় জয় সত্ত্বেও মাচাদোকে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেওয়া হয়নি। বিতর্কিত ভোটের পর বিরোধী দলের ওপর দমন-পীড়ন বাড়লে সে বছর আগস্টে তিনি আত্মগোপনে যান। নির্বাচন কমিশন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকেই বিজয়ী ঘোষণা করে, যদিও বিরোধী দল ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের দাবি—তাদের প্রার্থীই প্রকৃত বিজয়ী।

সূত্র: রয়টার্স

ইসরাইলি হেফাজতে ফিলিস্তিনি তরুণের মৃত্যু

উপসাগরীয় অঞ্চলে গুরুত্ব হারাচ্ছে ভারত, নেপথ্যে কে?

স্কুলে মোবাইল নিষিদ্ধ করে যে অভাবনীয় ফল পেল নিউজিল্যান্ড

যুক্তরাষ্ট্রের জিবিইউ বোমা প্রযুক্তি এখন ইরানের হাতে

যুক্তরাজ্যে ফিলিস্তিনপন্থি অনশনকারীদের জীবন ঝুঁকিতে

ভারতে কী কারণে ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যামাজন

আমিরাতে জুমার নামাজের নতুন সময় ঘোষণা

পাঞ্জাবের আইনসভায় ইমরান ও পিটিআইকে নিষিদ্ধের প্রস্তাব গৃহীত

ফিলিস্তিনে গণহত্যায় জাতিসংঘ মানবাধিকারের মূল্যবোধ লঙ্ঘিত: এরদোয়ান

যে কারণে চীনে তেল রপ্তানি পরিকল্পনা করছে কাজাখস্তান