হোম > বিশ্ব

পুতিনের সঙ্গে সামরিক সহযোগিতা নিয়ে সিরিয়ার মন্ত্রীদের আলোচনা

আমার দেশ অনলাইন

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী মঙ্গলবার মস্কো সফরে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি, প্রতিরক্ষামন্ত্রী মুরহাফ আবু কাসরা এবং প্রেসিডেন্ট পুতিন রাজনৈতিক, সামরিক ও অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। আলোচনার মূল কেন্দ্রবিন্দু ছিল সামরিক শিল্প খাতে কৌশলগত সহযোগিতা জোরদার করা।

প্রতিবেদনে বলা হয়, সিরীয় সেনাবাহিনীর প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সামরিক ও কারিগরি অংশীদারিত্ব উন্নয়নের উপায় নিয়ে আলোচনা হয়েছে। এর মধ্যে রয়েছে সামরিক সরঞ্জাম আধুনিকীকরণ, প্রযুক্তিগত দক্ষতা স্থানান্তর এবং গবেষণা ও উন্নয়নে যৌথ সহযোগিতা।

সানা জানায়, এসব উদ্যোগ সিরিয়ার জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করতে এবং দেশ ও অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক হবে।

গত ডিসেম্বর দীর্ঘদিনের শাসক ও রাশিয়ার মিত্র বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর এটিই সিরিয়ার নতুন কর্তৃপক্ষের সর্বশেষ রাশিয়া সফর। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আসাদ ও তার পরিবার রাশিয়ায় আশ্রয়ে রয়েছেন।

প্রায় ১৪ বছর ধরে চলা সিরিয়ার গৃহযুদ্ধে রাশিয়া ছিল আসাদ সরকারের প্রধান মিত্র। যুদ্ধকালীন সময়ে মস্কো সামরিক সহায়তা ও বিমান হামলার মাধ্যমে আসাদ বাহিনীকে ক্ষমতায় টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বৈঠকে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়েছে বলে জানায় সানা। এর মধ্যে পুনর্গঠন প্রকল্পে সহায়তা এবং বিনিয়োগ উৎসাহিত করার বিষয় অন্তর্ভুক্ত ছিল।

আসাদের উপস্থিতি সত্ত্বেও, রাশিয়া নতুন সিরীয় কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্ক জোরদার করতে আগ্রহী। বিশেষ করে সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে অবস্থিত হমেইমিম বিমানঘাঁটি ও তারতুস নৌঘাঁটি ব্যবহারের বিষয়ে চুক্তি বজায় রাখাই মস্কোর অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

সূত: এএফপি

এসআর

ভারতে লক্ষাধিক টাকার বাংলাদেশি নোট উদ্ধার

২০২৫ ছিল তুরস্কের দীর্ঘমেয়াদি কৌশলের সফলতার বছর

চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রাশিয়ার

শান্তিচুক্তি সইয়ের পরই ইউক্রেনে নির্বাচন: জেলেনস্কি

মস্কোয় থানার বাইরে বোমা বিস্ফোরণ, ২ পুলিশসহ নিহত ৩

৪৮ কোটি ২০ লাখ ডলারে বিক্রি পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা

কার্টুনের মাধ্যমে মোদিকে যে বার্তা দিল পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম

ট্রাম্পের এইচ-১বি ভিসা ফি বাড়ানোর সিদ্ধান্ত আদালতে বহাল

তুরস্কে হাইপারস্কেল ক্লাউড অঞ্চল স্থাপনের ঘোষণা

বাংলাদেশি ২ নাবিককে উদ্ধার করল সৌদি