হোম > বিশ্ব

মার্কিন হেফাজত থেকে মুক্তি পেলেন তুর্কি বিজ্ঞানী

আমার দেশ অনলাইন

তুর্কি বিজ্ঞানী ফুরকান দোলেক মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ৫০,০০০ ডলার জামিনে মুক্তি পেয়েছেন। বিষয়টি জানিয়েছেন তাঁর মামলার সঙ্গে সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

তুর্কিশ আমেরিকান ন্যাশনাল স্টিয়ারিং কমিটি (টিএএসসি)-এর চেয়ারম্যান ও আইনজীবী সেয়িত সাহিন সংবাদ মাধ্যম আনাদোলুকে জানান, দোলেককে টেক্সাসের এল পাসোতে মেক্সিকো সীমান্তের কাছে একটি ডিটেনশন সেন্টার থেকে মুক্তি দেওয়া হয়। পরে তিনি তাঁর আইনজীবীর সঙ্গে শিকাগোতে যান।

সাহিন এবং টিএএসসির পক্ষে স্বেচ্ছাসেবীভাবে মামলাটি পর্যবেক্ষণকারী আরেক আইনজীবী মাইকেল গোখান কিরান এক যৌথ বিবৃতিতে বলেন: “তুর্কি-আমেরিকান সম্প্রদায়ের অধিকার রক্ষা করা আমাদের দায়িত্ব। ড. ফুরকান দোলেকের স্বাধীনতা ফিরে পাওয়া এই দায়িত্বেরই স্বাভাবিক ফল।”

টিএএসসির সংগঠিত প্রচেষ্টায় তুর্কি-আমেরিকান কমিউনিটি দ্রুত সময়ের মধ্যে জামিনের অর্থ জোগাড় করে। দোলেক আইনি প্রক্রিয়া চলাকালীন শিকাগোতেই থাকবেন।

গবেষণাগারে অনিয়ম ও ঝুঁকিপূর্ণ পরিবেশের অভিযোগ

দোলেক ভার্জিনিয়া টেক এবং সুইজারল্যান্ডের সিইআরএন–এ পোস্টডক্টরাল গবেষণা করেন। পরে তিনি যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের শিকাগোর কাছে অবস্থিত শক্তি মন্ত্রণালয়ের কণা–পদার্থবিজ্ঞান গবেষণাগার ফার্মিল্যাব-এ কাজ শুরু করেন। সেখানে ২০২৪ সালের মার্চে তিনি কর্মীদের ওপর সম্ভাব্য বিকিরণ ঝুঁকি, অনিরাপদ পরিবেশ ও অনিয়মের অভিযোগ উত্থাপন করেন।

এই তথ্য কর্তৃপক্ষের কাছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর এপ্রিল মাসে তাঁকে ফার্মিল্যাব থেকে বরখাস্ত করা হয় এবং তাঁর গবেষণা ভিসা বাতিল করা হয়।

লিংকডইনে প্রকাশিত নথিতে দোলেক জানান, তিনি “শোষিত গবেষকদের অনিরাপদ অবস্থায় কাজ করতে বাধ্য করা, দুর্বলদের অবহেলা, অনিয়ম আড়াল করা, প্রতিশোধমূলক আচরণ এবং জালিয়াতি” প্রত্যক্ষ করেছেন।

তিনি বলেন, “প্রত্যেক সরকারি হুইসেলব্লোয়ার চ্যানেলে রিপোর্ট করেছি। সুরক্ষা পাওয়ার বদলে শাস্তি পেয়েছি—মিথ্যা অভিযোগ, বরখাস্ত এবং প্রতিষ্ঠানের নীরবতা।”

ভিসা বাতিলের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার

ভিসা বাতিলের বিরুদ্ধে দোলেক মামলা করেন; তবে আইনি লড়াই ব্যর্থ হওয়ায় কয়েক মাস ধরে তিনি যুক্তরাষ্ট্রে বৈধ নথি ছাড়াই বসবাস করছিলেন।

প্রতিবাদ হিসেবে তিনি চলতি বছরের আগস্টের শেষ দিকে কানাডার দিকে পদযাত্রা শুরু করেন, যা তুর্কি–আমেরিকান মহল এবং একাডেমিকদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

২৭ আগস্ট তাঁর শেষ সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টের পর তিনি নিখোঁজ হন। পরে নিউইয়র্কে তুর্কি কনস্যুলেটের অনুসন্ধানের পর ৪ সেপ্টেম্বর কর্তৃপক্ষ নিশ্চিত করে যে দোলেককে নিউইয়র্কের বাফেলো ফেডারেল ডিটেনশন ফ্যাসিলিটিতে আটক রাখা হয়েছে।

বর্তমানে তিনি জামিনে মুক্ত, এবং বিচার প্রক্রিয়া চলবে।

এসআর

যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় ইসরাইলি বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত

দুই বছরে ইসরাইলি হামলায় ৩৩ হাজার ফিলিস্তিনি নারী-শিশু নিহত

গাজা পুনর্গঠনে ৭০ বিলিয়ন ডলার ব্যয় হবে: জাতিসংঘ

শান্তি পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র-ইউক্রেন ‘বোঝাপড়া’, মস্কো যাবে বিশেষ দূত

ফিফার প্রেসিডেন্টকে নাগরিকত্ব দিচ্ছে লেবানন

থাইল্যান্ডে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৩৩

সীমান্ত নিরাপত্তা নিয়ে কোনো ছাড় নয়: মোদি

দেশীয় প্রযুক্তির জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পাকিস্তানের

পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারতের মদদপুষ্ট’ ২২ সন্ত্রাসী নিহত

টিউলিপের বিচারপ্রক্রিয়ার সমালোচনা শীর্ষস্থানীয় ব্রিটিশ আইনজীবীদের