হোম > বিশ্ব

অরুণাচলের মুসলিমদের ‘ভারত মাতা কি জয়’ বলতে বাধ্য করা হচ্ছে

মসজিদ ভাঙার হুমকি

বিশেষ প্রতিনিধি, কলকাতা

ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমবিরোধী প্রচার ক্রমেই বাড়ছে। সম্প্রতি ভাইরাল একটি ফুটেজে দেখা গেছে, অরুণাচল প্রদেশের আদিবাসী যুব সংগঠনের নেতারা মুসলিম আলেমদের সঙ্গে দুর্ব্যবহার করছেন। এ উদ্বেগজনক ঘটনা সমাজে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অরুণাচল প্রদেশ আদিবাসী যুব সংগঠনের (এপিআইওয়াইও) নেতারা মুসলমান আলেমদের মুখোমুখি হয়ে ইটানগর অঞ্চলে (আইসিআর) একটি মসজিদ ভাঙার হুমকি দিচ্ছেন। ফুটেজটি অনলাইনে প্রকাশ হওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ক্ষোভের প্রকাশ ঘটেছে।

ভিডিওতে এপিআইওয়াইওর সাধারণ সম্পাদক তাপর মেয়িং ও সভাপতি তারো সোনম লিয়াককে একটি মসজিদের সামনে দেখা যায়। বাক-বিতণ্ডার এক পর্যায়ে লিয়াক একজন আলেমকে প্রশ্ন করেন, প্রত্যেক মুসলিম সন্ত্রাসী নয়, তবে কেন প্রতিটি সন্ত্রাসী মুসলিম? এটিই সবচেয়ে বড় প্রশ্ন।

তিনি আরো দাবি করেন, কোরআন জিহাদের মাধ্যমে কাফেরদের হত্যার নির্দেশ দেয়। তবে সেই আলেম, দৃঢ়ভাবে এ দাবির প্রতিবাদ করে জানিয়ে দেন, ইসলাম শুধু প্রতিরক্ষামূলক সংগ্রামের অনুমতি দেয়, আক্রমণাত্মক সহিংসতা নয়।

এ পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে যখন লিয়াক ওই আলেমকে ‘ভারত মাতা কি জয়’ বলতে বাধ্য করার চেষ্টা করে বলেন, ‘তোমরা কি ভারত মাতা কি জয় বল? যদি তা না বল, তাহলে কীভাবে প্রকৃত ভারতীয় হতে পার?’ এ ধরনের স্লোগানকে আলেম ব্যক্তিটি ইসলামের একত্ববাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন। এরপর এপিআইওয়াইও নেতারা মসজিদটিকে অবৈধ ঘোষণা করে তা সরিয়ে নিতে আল্টিমেটাম দেন। তারা যত তাড়াতাড়ি সম্ভব এটি সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়ে বলে, পরশুর মধ্যে এটি বন্ধ করে দিন। লিয়াক সতর্ক করেন, তোমরা ভারত মাতা কি জয় বল না, তাই এখানে তোমাদের কোনো জায়গা নেই। এ ঘটনার বিষয়ে কোনো অভিযোগ গ্রহণ করা হবে না।

রাজধানী জামিয়া মসজিদের জনসংযোগ কর্মকর্তা সুলতান সাংবাদিকদের জানান, আমাদের সমস্ত মসজিদ ও মাদরাসা যথাযথ অনুমোদনের মাধ্যমে আইনত প্রতিষ্ঠিত। সরকারি কোনো কর্তৃপক্ষ কোনো মসজিদকে অবৈধ বলে ঘোষণা করেনি।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর, মুসলিম জনগোষ্ঠী ও মানবাধিকার সংগঠনগুলো অরুণাচল প্রদেশ সরকারের কাছে এ ঘটনায় হস্তক্ষেপ করার, ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে।

নতুন বাবরি মসজিদ বানাতে চেয়ে বরখাস্ত ভারতীয় রাজনীতিক

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

পূর্ব এশিয়ার জলসীমায় নজিরবিহীন নৌ–শক্তি প্রদর্শনে চীন, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা

এক টাকায় মিলছে ১০,৭০০ ইরানি রিয়াল

৪০ বছরের মধ্যে প্রথম সরাসরি বৈঠকে লেবানন-ইসরাইল

রাশিয়া-ইউক্রেন আলোচনায় অচলাবস্থা কাটাতে পারেন কেবল ট্রাম্প

ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান পুতিন, যুক্তরাষ্ট্র–কিয়েভ আলোচনার প্রস্তুতি: ট্রাম্প

ক্যালিফোর্নিয়ায় মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত

যুক্তরাষ্ট্রের দুই শহরে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান শুরু

ভারতের উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় ৪ মেডিকেল শিক্ষার্থী নিহত