ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৪২ জনে দাঁড়িয়েছে। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা (বিএনপিবি) জানিয়েছে, এখনো নিখোঁজ রয়েছেন ৪০২ জন। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সুমাত্রা দ্বীপ। কিছু কিছু এলাকায় এখনো ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি। খবর আল জাজিরার।
বিএনপিবি জানিয়েছে, ইন্দোনেশিয়ার বন্যায় হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছে। আকাশপথে এবং সমুদ্রপথে ক্ষতিগ্রস্ত এলাকায় সাহায্য পাঠানো হয়েছে। তবে সুমাত্রা দ্বীপের অন্তত দুটি শহর রোববার পর্যন্ত পৌঁছানো সম্ভব হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, ত্রাণ পৌঁছে দেয়ার জন্য জাকার্তা থেকে দুটি যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।বিএনপিবি প্রধান সুহারিয়ানতো এক বিবৃতিতে জানান, সোমবার জাহাজগুলো সিবোলগায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে।
প্রতিকূল আবহাওয়া এবং ভারী সরঞ্জামের অভাব উদ্ধার প্রচেষ্টাকে ব্যাহত করছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত শহর সিবোলগা এবং উত্তর সুমাত্রার মধ্য তাপানুলি জেলায় ত্রাণ পৌঁছাতে ধীর গতিতে কাজ চলছে।
ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড় সেনিয়ারের প্রভাবে গ্রীষ্মমন্ডলীয় ঝড়ের কারণে ভয়াবহ ভূমিধস ও বন্যা দেখা দিয়েছে, ঘরবাড়ি ভেসে গেছে এবং হাজার হাজার ভবন ডুবে গেছে।
ইন্দোনেশিয়া, থাইল্যান্ড এবং মালয়েশিয়ার বিভিন্ন অঞ্চলে মৌসুমি বৃষ্টিপাতের কারণে দক্ষিণ-পূর্ব এশিয়াজুড়ে কমপক্ষে ৬০০ জনের মৃত্যু হয়েছে। বন্যার ফলে ভূমিধস, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
আরএ