হোম > বিশ্ব

সোমালিল্যান্ডের স্বীকৃতি প্রত্যাখ্যান আফ্রিকান ইউনিয়নের

আমার দেশ অনলাইন

ছবি: বার্তা সংস্থা আনাদোলু

সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ইসরাইলের স্বীকৃতিকে প্রত্যাখ্যান করেছে আফ্রিকান ইউনিয়ন। শুক্রবার এক বিবৃতিতে তারা জানায়, সোমালিয়ার ঐক্য, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি তারা প্রতিশ্রতিবদ্ধ। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারম্যান মাহমুদ আলি ইউসুফ এক বিবৃতিতে, ‘সোমালিল্যান্ডকে একটি স্বাধীন সত্তা হিসেবে স্বীকৃতি দেয়ার লক্ষ্যে যে কোনো উদ্যোগ বা পদক্ষেপকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেন। তিনি স্মরণ করিয়ে দেন সোমালিল্যান্ড সোমালিয়া ফেডারেল প্রজাতন্ত্রের একটি অবিচ্ছেদ্য অংশ।’

এতে আরো বলা হয়, ‘সোমালিয়ার ঐক্য, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে ক্ষুন্ন করার যে কোনো প্রচেষ্টা আফ্রিকান ইউনিয়নের মৌলিক নীতির পরিপন্থি এবং এটি পুরো মহাদেশে শান্তি ও স্থিতিশীলতার প্রতি সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। পাশাপাশি এই স্বীকৃতি একটি বিপজ্জনক নজির স্থাপনের ঝুঁকি তৈরি করেছে।’

সেইসঙ্গে বিবৃতিতে শান্তি সুসংহতকরণ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালীকরণ এবং অন্তর্ভুক্তিমূলক শাসনব্যবস্থা এগিয়ে নেয়ার জন্য সোমালিয়ার কর্তৃপক্ষের প্রচেষ্টার প্রতি পূর্ণ সমর্থন তুলে ধরা হয়েছে।

শুক্রবার ইসরাইল বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়

১৯৯১ সালে সোমালিয়া থেকে আলাদা হয়ে স্বাধীনতার ঘোষণা দেয় সোমালিল্যান্ড। তবে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য কয়েক যুগ ধরে অপেক্ষা করছিল এই ভূখণ্ডের নিয়ন্ত্রণকারীরা। গত বছর প্রেসিডেন্ট হিসেবে আবদি রহমান মোহামেদ আবদুল্লাহি ক্ষমতা নেয়ার পর থেকে বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছিল। ।

আরএ

ইসরাইলের স্বীকৃতিকে ‘রাষ্ট্রীয় আগ্রাসন’ আখ্যা, প্রত্যাহারের দাবি সোমালিয়ার

যে কারণে ভারতীয় শিক্ষার্থীকে আটক করল যুক্তরাষ্ট্র

গ্রিসের উপকূল থেকে ১৩১ অভিবাসী উদ্ধার

শান্তি প্রক্রিয়া ভণ্ডুলের চেষ্টা করছেন জেলেনস্কি: রাশিয়া

সৌদি জোটের কাছে সামরিক সহায়তা চাইল ইয়েমেন

সোমালিল্যান্ডকে ইসরাইলের স্বীকৃতি, যা বলছে তুরস্ক ও যুক্তরাষ্ট্র

সোমালিল্যান্ডকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিলো ইসরাইল

নেতানিয়াহুর প্রতি হতাশ ট্রাম্পের উপদেষ্টারা

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ের প্রভাবে বাতিল ১৮০০ ফ্লাইট

২০ মার্কিন প্রতিষ্ঠানের ওপর চীনের নিষেধাজ্ঞা