হোম > বিশ্ব

ভুয়া হিন্দু রাষ্ট্রের আড়ালে বলিভিয়ায় পলাতক ভারতীয় সাধুর জমি দখলের চেষ্টা

স্টাফ রিপোর্টার

নিত্যানন্দের জন্ম ভারতের দক্ষিণাঞ্চলে। জন্মের পর তার নাম রাখা হয় অরুণাচলম রাজশেখরন। একসময় তিনি হিন্দু সাধু হন এবং বয়স যখন কুড়ির কোটায় তখন বেঙ্গালুরুর কাছে নিজের প্রথম আশ্রম গড়ে তোলেন। দ্রুতই তিনি পুরো ভারত ও ভারতের বাইরের শহরগুলোতেও নিজের রাজত্ব গড়ে তোলেন। একসময় এই সাধুর বিরুদ্ধে ধর্ষণ ও যৌন নিপীড়নের অভিযোগ জমতে শুরু করে। এসব অভিযোগের ভিত্তিতে ভারত সরকার তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। ভারত থেকে পালিয়ে নিত্যানন্দ প্রথম কোথায় যান তা স্পষ্ট নয়। জানা যায়, তিনি দক্ষিণ আমেরিকা অথবা ক্যারিবীয় অঞ্চলে গেছেন। বেশ কয়েক বছর পর দেখা মেলে নিত্যানন্দের।

গত সপ্তাহে কৈলাসাসহ সংশ্লিষ্ট ২০ জনকে গ্রেফতার করেছেন বলিভিয়ার কর্মকর্তারা। তাদের ভারত, যুক্তরাষ্ট্র, সুইডেন ও চীনে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

হিন্দুস্থান টাইমস সূত্রে জানা যায়, কৈলাসা ‘ইউনাইটেড স্টেটস অব কৈলাসা’ নামে একটি দেশ তিনি প্রতিষ্ঠা করেছেন যেটি আসলে অতীত হিন্দু রাজ্যের পুনর্জন্ম। তারা একটি ওয়েবসাইট বানান। যেখানে মাত্র কয়েক ক্লিকের মাধ্যমে বিনামূল্যে পাওয়া যায় কৈলাসার ই-সিটিজেনশিপ বা ডিজিটাল নাগরিকত্ব। এভাবেই চলছিল কৈলাসার কার্যক্রম। তাদের সবচেয়ে বড় কেলেঙ্কারি ফাঁস করে বলিভিয়ার একটি পত্রিকা।

তার ও সহযোগীর দাবি, বিশ্বের প্রথম সার্বভৌম হিন্দু রাষ্ট্রের দূত তারা। এই হিন্দু জাতির আছে নিজস্ব পাসপোর্ট, বিশ্বজনীন সংবিধান এবং পবিত্র সোনার তৈরি মুদ্রা। তাদের নিজেদের গড়া অবাস্তব রাষ্ট্রের নাম ‘ইউনাইটেড স্টেটস অব কৈলাসা’। তাদের নেতা ভারতীয় এক পলাতক সাধু নিত্যানন্দ। তিনি জাতিসংঘে বক্তৃতাও দিয়েছেন। বিশ্বনেতাদের সঙ্গে ছবিও তুলেছেন। অস্তিত্বহীন এই রাষ্ট্রের নেতা দাবি করেন, পুনর্জন্মের প্রক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারেন তিনি। তার সেবা নিলে কোটিপতিরা পরজন্মেও গরিব হবে না। ভরতসহ বিভিন্ন দেশে নিজেদের সাম্রাজ্য গড়ে তোলে কৈলাসা। কৈলাসার সেই কাল্পনিক সাম্রাজ্য এবার ধসের মুখে।

কৈলাসার বিরুদ্ধে অবৈধভাবে ভূমি দখলের অভিযোগ আনা হয়েছে। তারা আদিবাসী গোষ্ঠীর সঙ্গে চুক্তির মাধ্যমে এক হাজার বছরের জন্য আমাজন অঞ্চলের বিশাল এলাকা ইজারা নিয়েছেন। বলিভিয়া সরকার ওই চুক্তিগুলো বাতিল করেছে এবং ওইসব ব্যক্তিকে বিতাড়ন করেছে। তাদের কল্পিত রাষ্ট্র ‘কৈলাস’ এ পাঠানো হয়নি।

এমএস

স্বর্ণের দামে নতুন রেকর্ড

আক্রান্ত হলে সর্বোচ্চ শক্তি দিয়ে পাল্টা জবাব দেবে ইরান

‘বছরে ১০–২০টি পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করছে উ. কোরিয়া’

বিশ্বের বৃহত্তম পারমাণবিক কেন্দ্র পুনরায় চালু হচ্ছে জাপানে

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রধানমন্ত্রী হানের ২৩ বছরের কারাদণ্ড

সিরিয়ায় ওয়াইপিজির ড্রোন হামলায় নিহত ৭

গাজা ‘শান্তি বোর্ডে’ যোগ দিচ্ছেন নেতানিয়াহু

ক্যারিবীয় অঞ্চলে আরো একটি ট্যাংকার জব্দ করল যুক্তরাষ্ট্র

ইমরানের সঙ্গে সাক্ষাতের জন্য হাইকোর্টের দ্বারস্থ পিটিআই

জাপানে আগ্নেয়গিরির কাছে হেলিকপ্টার নিখোঁজ