হোম > বিশ্ব

পোল্যান্ডে ৩০০ সৈন্য ও প্যাট্রিয়ট সিস্টেম মোতায়েন নেদারল্যান্ডের, কারণ কী

আমার দেশ অনলাইন

ছবি: টিআরটি ওয়ার্ল্ড।

ইউক্রেনের পশ্চিমাঞ্চলে রাশিয়ার সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে পোল্যান্ডে সামরিক শক্তিবৃদ্ধি শুরু করেছে নেদারল্যান্ডস । দেশটি ন্যাটোর ইউক্রেন সহায়তা লজিস্টিক হাব সুরক্ষায় ৩০০ সৈন্য এবং দুটি আধুনিক প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

নেদারল্যান্ডস তার সর্বশেষ আপগ্রেড করা প্যাট্রিয়ট সিস্টেম পাঠাচ্ছে, যাতে উন্নত রাডার ও সফ্টওয়্যার যুক্ত আছে। পিএসি-৩ ইন্টারসেপ্টরগুলো ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ভূপাতিত করতে সক্ষম, প্রতিটির মূল্য প্রায় ৪ মিলিয়ন ইউরো। পাশাপাশি নিচু আকাশসীমায় হুমকি মোকাবিলার জন্য একটি এনএএসএএমএস-লঞ্চার এবং ড্রোন প্রতিরক্ষার জন্য পৃথক ইউনিটও মোতায়েন করা হচ্ছে।

টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে জানিয়েছে, ডাচ ইউনিটটি ইতোমধ্যে পোল্যান্ডে পৌঁছেছে এবং আগামী ডিসেম্বরের ১ তারিখের মধ্যেই পূর্ণ অপারেশনাল প্রস্তুতিতে পৌঁছাবে, আর মিশনটি চলবে ২০২৬ সালের জুনের ১ তারিখ পর্যন্ত।

পোল্যান্ডের রাষ্ট্রীয় সংস্থা পিএপি জানায়, ডাচ কোয়ার্টার মাস্টাররা অস্থায়ী ঘাঁটির এলাকা প্রস্তুত করা শুরু করেছে। শিগগিরই সিস্টেম অপারেটররা যোগ দিয়ে লজিস্টিক হাবের চারপাশের পোলিশ আকাশসীমা পর্যবেক্ষণের দায়িত্ব নিবেন।

ডাচ ইউনিটের কমান্ডার কর্নেল ওলাভ স্প্যানজার বলেন, সাম্প্রতিক মাসগুলোতে আঞ্চলিক উত্তেজনা বেড়েছে। পশ্চিম ইউক্রেনে রাশিয়ান হামলার পর পোল্যান্ডে বারবার সতর্কতা জারি হওয়ায় যুদ্ধবিমান মোতায়েন ও বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ করতে হয়েছে।

ডাচ কর্মকর্তাদের মতে, এই মোতায়েন ন্যাটোর পূর্ব প্রতিরক্ষায় শক্তিবৃদ্ধি এবং সম্মিলিত নিরাপত্তার প্রতি নেদারল্যান্ডসের দৃঢ় প্রতিশ্রুতি প্রদর্শন করছে।

বাংলাদেশের ভূমিকম্পের খবর বিশ্ব মিডিয়ায়

অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ

দুবাই এয়ার শোতে ভারতের তেজস যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

যুক্তরাষ্ট্র থেকে কেনা ভারতের ক্ষেপণাস্ত্র যেভাবে কাজ করে

নোবেল নিতে ভেনেজুয়েলা ছাড়লে ‘পলাতক’ গণ্য হবেন মাচাদো

গাজায় যুদ্ধবিরতির মধ্যেও প্রতিদিন দুই শিশু নিহত: ইউনিসেফ

কম্বোডিয়ায় নদীতে বাস পড়ে নিহত ১৬

বিশ্বের সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প কোনগুলো

পশ্চিম তীরে ঐতিহাসিক স্থান দখলের পরিকল্পনা ইসরাইলের

পাকিস্তানে আঠার কারখানায় বিস্ফোরণ, নিহত ১৫