তাইওয়ানের কাছে চলমান আকস্মিক মহড়ার ধারাবাহিকতায় চীনা সেনাবাহিনী পূর্ব চীন সাগরে লাইভ-ফায়ার স্ট্রাইক অনুশীলন করেছে। বুধবার পিপলস লিবারেশন আর্মির ইস্টার্ন থিয়েটার কমান্ডের বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।
চীনের সশস্ত্র বাহিনী তাইওয়ানের কাছে মধ্য ও দক্ষিণ অঞ্চলে ‘স্ট্রেইট থান্ডার-২০২৫’ নামে মহড়া শুরু করেছে। পূর্ব থিয়েটার কমান্ডের স্থল সেনাবাহিনী ‘লাইভ-ফায়ার লং-রেঞ্জ স্ট্রাইক ড্রিল’ পরিচালনা করেছে।
ইস্টার্ন থিয়েটার কমান্ড বলেছে, এ মহড়া ‘তাইওয়ান স্বাধীনতা’ বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে একটি কঠোর সতর্কীকরণ এবং বলপ্রয়োগমূলক প্রতিরোধ’ এবং এগুলো ‘চীনের সার্বভৌমত্ব এবং জাতীয় ঐক্য রক্ষার জন্য বৈধ এবং প্রয়োজনীয় পদক্ষেপ’ বলে অভিহিত করেছে।