হোম > বিশ্ব

কিউবার দিকে ধেয়ে যাচ্ছে হারিকেন মেলিসা

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

জ্যামাইকায় আঘাত হানার পর এখন কিউবার দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশারী হারিকেন মেলিসা। আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেয়া হচ্ছে লাখ লাখ মানুষ। ক্যাটাগিরি-৫ থেকে মেলিসা এখন ক্যাটাগরি-৪ পর্যায়ে নেমে এসেছে। খবর আল জাজিরার।

মার্কিন জাতীয় হারিকেন সেন্টার মঙ্গলবার জানায়, মেলিসা মন্টেগো উপসাগর থেকে ৬২ কিলোমিটার দক্ষিণে জ্যামাইকার নিউ হোপ শহরের কাছে স্থলভাগে আঘাত হানে। যার সর্বোচ্চ বেগ ছিল ঘণ্টায় ২৯৫ কিলোমিটার।

বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) এটিকে ‘শতাব্দীর সবচেয়ে শক্তিশালী ঝড়’ বলে অভিহিত করেছে। জ্যামাইকা, হাইতি ও ডমিনিকান প্রজাতন্ত্রে প্রবল বৃষ্টি ও বন্যায় এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে জ্যামাইকা ও হাইতিতে তিনজন করে এবং ডমিনিকান প্রজাতন্ত্রে একজন মারা গেছেন। ওই দেশটিতে আরো একজন নিখোঁজ রয়েছেন।

মার্কিন হারিকেন কেন্দ্র সতর্ক করে জানিয়েছে, উত্তর-পশ্চিম জ্যামাইকায় এখনো শক্তিশালী ঝড় বইছে। এটি অত্যন্ত বিপজ্জনক ও প্রাণঘাতী পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

এরআগে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটিজ সতর্ক করে জানায়, জ্যামাইকার কমপক্ষে ১৫ লাশ মানুষ হারিকেন মেলিসার প্রভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে।

মার্কিন হারিকেন কেন্দ্র জানিয়েছে, জ্যামাইকায় তাণ্ডব চালিয়ে বুধবার এটি ক্যাটাগরি-৪ ঝড় হিসেবে কিউবার দিকে অগ্রসর হচ্ছে। কিউবায় এরইমধ্যে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে আশ্রয়কেন্দ্রে নেয়া হচ্ছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, দ্বীপের দ্বিতীয় বৃহত্তম শহর সান্তিয়াগোসহ উপকূলীয় অঞ্চল থেকে ছয় লাখ মানুষকে সরিয়ে নেয়ার কাজ চলছে। পূর্ব কিউবার হলগুইন প্রদেশের কর্তৃপক্ষ দুই লাখের বেশি মানুষকে সরিয়ে নেবে। পূর্বাঞ্চলীয় শহর বানেস থেকেও দুই লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার কাজ চলছে।

পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারতসমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত

ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে পাকিস্তান সেনাবাহিনী

আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইরান-তুরস্ক সমন্বয় জরুরি: আরাগচি

আকাবা উপসাগরে নোঙরে প্রস্তুত মার্কিন যুদ্ধজাহাজ

ইরানে হামলায় ভূখণ্ড-আকাশসীমা ব্যবহার করতে দেবে না আজারবাইজান

চীনের সঙ্গে সম্পর্কোন্নয়ন নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করলেন ট্রাম্প

পাকিস্তানে বাংলাদেশ বিমানকে সংবর্ধনা

মুসলমানদের বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন আসামের মুখ্যমন্ত্রী

কিউবায় তেল বিক্রি করলেই শুল্ক আরোপ: হুমকি ট্রম্পের

ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিয়ে যা বললেন ট্রাম্প