হোম > বিশ্ব

যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ম্যাক্রোঁ’র বক্তব্য ‘ভুল’: ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

যুদ্ধবিরতি নিয়ে কাজ করতে দেশে ফিরেছেন, ফরাসি প্রেসিডেন্টের এমন বক্তব্য নাকচ করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ভুল করে বলেছেন, আমি ইরান-ইসরাইল যুদ্ধবিরতির কাজে দেশে ফিরেছি। বরং যুদ্ধবিরতির চেয়েও অনেক বড় কাজ আছে।’

ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে এসব কথা বলেছেন বলে জানায় সিএনএন। তিনি বলেন, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যাই হোক না কেনো, ফরাসি প্রেসিডেন্ট ভুল বলেছেন।

মার্কিন প্রেসিডেন্ট আরো বলেন, তিনি কেন ওয়াশিংটনে ফিরেছেন সে বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ’র কোনো ধারণাই নেই। দেশে ফেরার সঙ্গে যুদ্ধবিরতির কোনো সম্পর্কই নেই।

এরআগে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুলে ম্যাক্রোঁ। সোমবার তিনি একথা জানান বলে এক প্রতিবেদনে জানায় বার্তা সংস্থা রয়টার্স।

সোমবার কানাডায় চলমান জি-৭ সম্মেলনে সাংবাদিকদের বলেন, ‘আলোচনায় বসার সত্যিকারের প্রস্তাব রয়েছে। বিশেষ করে প্রথমে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং তারপরে বৃহত্তর পরিসরে আলোচনা শুরু করার জন্য একটি প্রস্তাব দেওয়া হয়েছে।’

মার্কিন প্রেসিডেন্টের সাথে তার মধ্যপ্রাচ্য পরিস্থিতি আলাপ হয়েছে বলেও জানান ম্যাক্রোঁ। ফারাসি প্রেসিডেন্টের মতে, যুক্তরাষ্ট্র যদি ইরান ও ইসরাইলকে যুদ্ধবিরতিতে রাজি করাতে পারে, তা হবে খুবই ভাল বিষয়। ফ্রান্স একে সমর্থন জানাবে।

ম্যাক্রোঁ আরো জানান, দুই দেশের মধ্যে যুদ্ধ বিরতি বাস্তবায়ন করতে চেষ্টা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

আরএ

ইরানের রেভল্যুশনারি গার্ডকে অর্থ জোগানের অভিযোগ বিএটির বিরুদ্ধে মামলা

আদানির সঙ্গে বিরোধ নিষ্পত্তিতে লন্ডনের আইনি প্রতিষ্ঠান নিয়োগ বাংলাদেশের

পাকিস্তানে সেনা অভিযানে ‘ভারতসমর্থিত’ ৪১ সন্ত্রাসী নিহত

ইমরান খান ছাড়াও যাদের ভিন্নমত দমন করছে পাকিস্তান সেনাবাহিনী

আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবিলায় ইরান-তুরস্ক সমন্বয় জরুরি: আরাগচি

আকাবা উপসাগরে নোঙরে প্রস্তুত মার্কিন যুদ্ধজাহাজ

ইরানে হামলায় ভূখণ্ড-আকাশসীমা ব্যবহার করতে দেবে না আজারবাইজান

চীনের সঙ্গে সম্পর্কোন্নয়ন নিয়ে যুক্তরাজ্যকে সতর্ক করলেন ট্রাম্প

পাকিস্তানে বাংলাদেশ বিমানকে সংবর্ধনা

মুসলমানদের বাংলাদেশে গিয়ে ভোট দিতে বললেন আসামের মুখ্যমন্ত্রী