তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বৃহস্পতিবার ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে দুই নেতা ফিলিস্তিন প্রশ্নে একযোগে অবস্থান নেওয়ার অঙ্গীকার করেন এবং দ্বি-রাষ্ট্র সমাধানের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত করেন।
বৃহস্পতিবার ওমানের রাজধানী মাস্কাটের আল আলম প্রাসাদে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। তুরস্কভিত্তিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
তুর্কি কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় নেতা ফিলিস্তিনি ইস্যু সমাধানে সংলাপ ও মধ্যস্থতার গুরুত্ব তুলে ধরেন এবং ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে নিজেদের সংহতি পুনর্ব্যক্ত করেন।
তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, এরদোয়ান ও সুলতান হাইথাম শিল্প, প্রতিরক্ষা, অর্থনীতি ও যোগাযোগসহ বিভিন্ন খাতে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের বিষয়ে একমত হন।
বিবৃতিতে আরো বলা হয়, “অনেক বিষয়ে—বিশেষত ফিলিস্তিনি প্রশ্নে—তুরস্ক ও ওমানের অবস্থান অভিন্ন।
এছাড়াও আরো জানানো হয়,“তুরস্ক ও ওমান বহুদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক ভাগাভাগি করে। প্রেসিডেন্ট এরদোয়ান জোর দিয়ে বলেন, এই সফর দুই দেশের সম্পর্ককে আরও গভীর করেছে।”
ফিলিস্তিন প্রসঙ্গে দুই নেতা গাজায় দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নে যৌথ প্রচেষ্টার ওপর গুরুত্ব আরোপ করেন। এরদোয়ান ওমানের মধ্যস্থতা ও সংলাপের ভূমিকার প্রশংসা করে ফিলিস্তিনি জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
বৈঠকের শেষে তুরস্ক ও ওমানের মধ্যে মোট ১৬টি নতুন চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।