হোম > বিশ্ব > আমেরিকা

আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সংঘাতকে ভয় পাই না

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ

আমার দেশ অনলাইন

ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বৃহস্পতিবার জানিয়েছেন, তার সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সংঘাতকে ভয় পায় না। ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের এক সামরিক হামলায় তার পূর্বসূরি নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হন।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রদ্রিগেজ বলেন, “আমরা জানি তারা অত্যন্ত শক্তিশালী। আমরা জানি তারা একটি প্রাণঘাতী পরমাণু শক্তিধর দেশ। তবে রাজনৈতিক সংলাপ ও কূটনৈতিকভাবে তাদের মোকাবিলা করতে আমরা ভয় পাই না।”

রদ্রিগেজ, যিনি মাদুরোর ভাইস প্রেসিডেন্ট ছিলেন এবং বামপন্থি সরকারের একজন ঘনিষ্ঠ মিত্র ছিলেন, মাদুরোর অনুপস্থিতিতে সংসদে জাতির উদ্দেশে ভাষণ দেন। সংসদ সদস্যরা করতালির মাধ্যমে তাকে সম্মান জানান। তিনি জানান, যুক্তরাষ্ট্রে মাদক পাচারের অভিযোগে বিচারের মুখোমুখি মাদুরোর মর্যাদার প্রতি সম্মান দেখাতে তিনি ওয়াশিংটনকে অনুরোধ করেছেন।

গত বুধবার রদ্রিগেজ ও ট্রাম্পের মধ্যে ফোনালাপ হয়। ট্রাম্প রদ্রিগেজকে একজন “অসাধারণ ব্যক্তি” হিসেবে বর্ণনা করেন এবং বলেন, তারা “তেল, খনিজ সম্পদ, বাণিজ্য ও জাতীয় নিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে” আলোচনা করেছেন এবং “অসাধারণ অগ্রগতি” অর্জন করা হয়েছে।

তবে রদ্রিগেজ কূটনৈতিকভাবে সূক্ষ্ম ভারসাম্য বজায় রাখছেন। একদিকে তিনি ট্রাম্পের দাবিগুলো পূরণের চেষ্টা করছেন, অন্যদিকে মাদুরো অনুগত নিরাপত্তা বাহিনী ও আধাসামরিক গোষ্ঠীর বিরূপ প্রতিক্রিয়া এড়ানোর চেষ্টায় রয়েছেন।

এর মধ্যেই ট্রাম্প বৃহস্পতিবার ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেত্রী মারিয়া কোরিনা মাচাদোর সঙ্গে বৈঠক করেছেন। হোয়াইট হাউস বৈঠকটিকে ইতিবাচক হিসেবে অভিহিত করেছে, যদিও তিনি এখনো বিরোধী দলের অন্য নেতাদের ব্যাপকভাবে উপেক্ষা করে চলেছেন।

মিনেসোটার বিক্ষোভের বিরুদ্ধে জরুরি আইন প্রয়োগের হুমকি ট্রাম্পের

ট্রাম্পের হাতে নোবেল পুরস্কারের মেডেল তুলে দিলেন মাচাদো

ভেনেজুয়েলার জনগণের পূর্ণ সমর্থন মাচাদোর পক্ষে নেই: ট্রাম্প

ইরানে হামলা চায় না যুক্তরাষ্ট্রের আরব মিত্ররা

ট্রাম্পের হুমকি-ধমকি, কাতার-ওমানকে নিয়ে ইরানের পাশে সৌদি আরব

গ্রিনল্যান্ড নিয়ে উত্তেজনা, ট্রাম্পের হুমকির পর জার্মানির সেনা পাঠানোর ঘোষণা

গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন চুক্তি স্থগিতের আহ্বান ইইউ আইনপ্রণেতাদের

এবার যুক্তরাষ্ট্রে অভিবাসন কর্মকর্তার গুলিতে ভেনেজুয়েলা প্রবাসী নিহত

গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্প প্রশাসনের অবস্থান বদলাতে ব্যর্থ ডেনমার্ক

ভেনেজুয়েলার তেল বিক্রি শুরু করল যুক্তরাষ্ট্র