হোম > বিশ্ব > আমেরিকা

ট্রাম্পের শুল্ক রাজনীতির বিপরীতে ইইউ–দক্ষিণ আমেরিকার জোট

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

বিশ্বজুড়ে শুল্ক হুমকি, বাণিজ্য অনিশ্চয়তা ও সুরক্ষাবাদের প্রেক্ষাপটে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও দক্ষিণ আমেরিকার মার্কোসুর জোট একটি বড় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। শনিবার প্যারাগুয়ের রাজধানী আসুনসিওনে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

তুরস্কভিত্তিক হুররিয়েত ডেইলি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

২৭ দেশের ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কোসুরের সদস্য ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও প্যারাগুয়ের মধ্যে স্বাক্ষরিত এই চুক্তির মাধ্যমে বিশ্বের অন্যতম বৃহৎ মুক্ত বাণিজ্য অঞ্চল গঠিত হলো। প্রায় ২৫ বছর ধরে চলা জটিল আলোচনার পর চুক্তিটি বাস্তবায়নের পথে এগোল।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের শুল্ক আরোপ ও বাণিজ্য হুমকির প্রেক্ষাপটে এই চুক্তিকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্প সম্প্রতি গ্রিনল্যান্ড ইস্যুতে একাধিক ইউরোপীয় দেশের ওপর ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

অনুষ্ঠানে ইইউ প্রধান উরসুলা ভন ডের লেইন বলেন, ‘আমরা শুল্কের বদলে ন্যায্য বাণিজ্য এবং বিচ্ছিন্নতার বদলে দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব বেছে নিয়েছি।’

প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা একে উত্তেজনাপূর্ণ বৈশ্বিক পরিস্থিতিতে আন্তর্জাতিক বাণিজ্যের পক্ষে স্পষ্ট বার্তা বলে অভিহিত করেন। ইউরোপীয় কাউন্সিলের প্রধান আন্তোনিও কস্তা বলেন, এই চুক্তি বাণিজ্যকে ভূ-রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহারের বিপরীত অবস্থান তুলে ধরে।

নেতারা আশা প্রকাশ করেন, এই চুক্তি উভয় অঞ্চলে কর্মসংস্থান, সমৃদ্ধি ও নতুন সুযোগ সৃষ্টি করবে।

ইউরোপকে ‘ব্ল্যাকমেইল’ করা যাবে না: ডেনমার্ক

গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন শুল্ক আরোপ হলে প্রতিশোধ নেবে ইইউ: আয়ারল্যান্ড

জাতিসংঘের বিকল্প গড়তে চান ট্রাম্প!

‘গ্রিনল্যান্ডে মার্কিন আক্রমণে সবচেয়ে সুখী মানুষ হয়ে উঠবেন পুতিন’

ট্রাম্পের শান্তি বোর্ডে স্থায়ী সদস্য হতে লাগবে এক বিলিয়ন ডলার

ক্ষমতার পালাবদলেও অক্ষত ভেনেজুয়েলার ‘দ্বিতীয় ব্যক্তি’ কেবেলোকে ঘিরে রহস্য

ইউরোপের উচিত নয় তাদের বাবাকে উস্কে দেওয়া: রাশিয়া

যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত ব্লেয়ারকে গাজা পুনর্গঠনের দায়িত্ব দিলেন ট্রাম্প

অর্ধশতাব্দী পর চাঁদে মানুষ পাঠাতে প্রস্তুত নাসা, উৎক্ষেপণ মঞ্চে ‘আর্টেমিস–২’

ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে: ট্রাম্প