হোম > বিশ্ব > ইউরোপ

ইউক্রেনের এফ-১৬ ভূপাতিতের দাবি রাশিয়ার

আমার দেশ অনলাইন

ইউক্রেন পরিচালিত যুক্তরাষ্ট্র-নির্মিত এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে রাশিয়া- এমনটি দাবি করেছেন একজন রুশ কমান্ডার। রাশিয়া-১ টিভিতে সম্প্রচারিত সাক্ষাৎকারে ওই রুশ কমান্ডার বলেন, যুক্তরাষ্ট্রের দেওয়া বিমানটি ছিল তার ইউনিটের সবচেয়ে আকর্ষণীয় টার্গেট। তিনি আরো বলেন, মার্কিন এফ-১৬ লক্ষ্য করে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে রুশ ব্যাটারি।

প্রথমটি বিমানটিকে ক্ষতিগ্রস্ত করে এবং দ্বিতীয়টি চূড়ান্ত আঘাত আঘাত হানে। সেভার নামের ওই রুশ কমান্ডার বলেন, অভিযানটির প্রস্তুতি নিতে অনেক সময় লেগেছে। এটি তারা ট্র্যাক করছিলেন এবং প্রত্যাশাও করছিলেন যে ওটা টার্গেটে আসবে। সেভারের মতে, শত্রুরা গর্ব করে বলেছিল, এই বিমানগুলো ধ্বংস হবার নয়। দেখা যাচ্ছে, অন্যগুলোর মতোই আকাশ থেকে পড়ে গেছে ওটা। তবে এ ঘটনার সময়সীমা সম্পর্কে ওই রুশ কমান্ডার কিছু জানাননি।

এদিকে, কাস্পিয়ান সাগরে রাশিয়ার তিনটি তেল উত্তোলন স্থাপনায় হামলা চালিয়েছে ইউক্রেন। একই সঙ্গে রাশিয়ার ভোরোনেজ শহরেও ড্রোন হামলা চালানো হয়েছে। রোববার আলাদাভাবে এসব হামলা চালায় কিয়েভ। ভোরোনেজ অঞ্চলের গভর্নর আলেক্সান্ডার গুসেভ জানিয়েছেন, ওই হামলায় এক নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো তিনজন। শহরটির আকাশে একাধিক ড্রোন ভূপাতিত করা হলেও হতাহতের ঘটনা এড়ানো যায়নি। অন্যদিকে, কাস্পিয়ান সাগরের তেল উত্তোলন স্থাপনাগুলোতে হামলার ফলে ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।