কাউনিয়ায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ

উপজেলা প্রতিনিধি, কাউনিয়া (রংপুর)
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১৫: ৫৫

রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে পাঁচ লাখ টাকা ঘুষ নিয়ে অবৈধভাবে নামজারি করে দেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার।

শনিবার দুপুরে উপজেলার জিন্নাহ অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন ভুক্তভোগী পরিবারের সদস্য কুর্শা ইউনিয়নের রাসনা বেগম বলেন। তিনি ইউনিয়নের বাহাগিলি গ্রামের মৃত-আনছার আলীর উত্তরাধিকার। বিগত কয়েক মাস পূর্বে তাদের নামীয় কয়েকটি দাগে ১ একর ২১ শতাংশ এবং ২৪ শতাংশ মিলে মোট ১ একর ৪৫ শতাংশ জমি প্রভাবশালীরা নামজারি করে নেন। সেই নামজারি বাতিলের জন্য গত মার্চের ৮ তারিখে কাউনিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমির দপ্তরে একটি আবেদন করি। ১০ই মার্চ তারিখে উপজেলা সহকারী কমিশনার ভূমির দপ্তর হতে প্রাপ্ত শুনানির নোটিশ আমরা সকল অংশিজন হাজির হইলে সহকারী কমিশনার ভূমি শুনানি শেষে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমানকে প্রতিবেদন দেয়ার নির্দেশ প্রদান করেন।

বিজ্ঞাপন

রাসনা বেগম বলেন, প্রতিবেদন প্রদানের নির্দেশ পাওয়ার পর কুর্শা ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর আমাদের নিকট ৫০ হাজার টাকা দাবি করিলে আমরা সকল অংশিজন মিলে তাকে ৫০ হাজার টাকা প্রদান করি। এর মাঝে উক্ত মিজানুর রহমান বিবাদী প্রভাবশালী হওয়ায় তাদের পক্ষেও প্রতিবেদন দেয়ার কথা বলে পাঁচ লাখ টাকা নিয়েছেন বলে আমরা জানতে পারি। যার কারণে তিনি এখনো নামজারি বাতিলের কোনো প্রতিবেদন দিচ্ছেন না।

সহকারী ভূমি কর্মকর্তা মিজানুর রহমানের এমন আচরণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গত ২০ অক্টোবর জেলা প্রশাসক এবং উপজেলা সহকারী কমিশনার ভুমি বরাবর লিখিত আবেদন দিয়েও কোনো প্রতিকার না পাওয়ায় চিন্তিত ওই পরিবারটি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, ভুক্তভোগী পরিবারের সদস্য আশরাফুল ইসলাম, আম্বিয়া বেগম ও আনিছা বেগম প্রমুখ।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত