আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কুতুব‌দিয়ায় তুচ্ছ বিষয়ে চাচাতো বোনকে হত্যা

উপ‌জেলা প্রতি‌নি‌ধি, কুতুবদিয়া (কক্সবাজার)

কুতুব‌দিয়ায় তুচ্ছ বিষয়ে চাচাতো বোনকে হত্যা

কক্সবাজারের কুতুবদিয়ায় বটি দিয়ে কুপিয়ে বোনকে হত্যা করেছে চাচাতো ভাই। নিহত নারীর নাম তাপসী রানী দাস (৪২)। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আলী আকবর ডেইল কুমিড়াছড়া জেলে পাড়ায় এ ঘটনা ঘটে। চাচাতো ভাই কালী চরণকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

নিহত তাপসীর ভাই তপন দাস জানান, তার ভগ্নিপতি প্রভাত দাস সাগরে মাছ ধরতে গেলে চাচাতো ভাই মৃত সুখুর দাশের ছেলে কালী চরণ তার বোনকে তুচ্ছ বিষয়ে বটি দিয়ে কোপাতে থাকে। এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে তাপসীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

হাসপাতালে কর্মরত ডা. বিপ্লব কান্তি রুদ্র বলেন, মারাত্মক জখম নিয়ে আসা তাপসী রানীকে নিয়ে আসলে তাকে মৃত পাওয়া যায়। তার শরীরে অন্তত ৪টি দা বা ছুরির আঘাত ছিল বলেও জানান তিনি।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুল হক বলেন, লাশ হাসপাতাল থেকে এনে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হচ্ছে। টাকা ধার নেয়া‌কে কেন্দ্র ক‌রে কথা কাটাকা‌টি জের ধ‌রে ঘটনা ব‌লে প্রাথ‌মিক ভা‌বে জানা গে‌ছে। চাচাতো ভাই কালীচরণ পালিয়ে যাবার কালে বড়ঘোপ স্টীমারঘাট থেকে জনতার সহায়তায় পুলিশ আটক করতে সক্ষম হয়। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন