জিরাফ শূন্য গাজীপুর সাফারি পার্ক

স্টাফ রিপোর্টার, গাজীপুর
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫, ১৭: ৫৪

গাজীপুর সাফারি পার্কে শেষ জিরাফটিও টিবি রোগে মারা গেছে। এরফলে জিরাফশূন্য হয়ে পড়েছে গাজীপুরের এই সাফারি পার্ক। গত বৃহস্পতিবার জিরাফটি মারা যায় বলে শনিবার গণমাধ্যমে জানানো হয়।

বিজ্ঞাপন

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান জানান, দীর্ঘদিন যাবত সাফারি পার্কের সব শেষ জিরাফটি টিবি রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিল। জিরাফটিকে সুস্থ করতে ছয় সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। মেডিকেল বোর্ডের সবশেষ চেষ্টা ব্যর্থ করে গত ২৩ অক্টোবর বৃহস্পতিবার পার্কের ভেতরেই মৃত্যু হয়। মৃত্যুর পর জিরাফটির ময়নাতদন্ত করা হয়েছে। তারপর পার্কের ভেতরেই জিরাফটিকে মাটি চাপা দেয়া হয়।

জিরাফ মৃত্যুর ঘটনায় শ্রীপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছে পার্ক কর্তৃপক্ষ। এঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানান ভারপ্রাপ্ত কর্মকর্তা মহাম্মদ আব্দুল বারিক।

পার্ক সূত্রে জানা গেছে, ২০১৩ সালে পার্ক প্রতিষ্ঠার সময় দুই দফায় দক্ষিণ আফ্রিকা থেকে ১০টি জিরাফ আনা হয়। আন্তর্জাতিক প্রাণি বিপণন প্রতিষ্ঠান ফ্যালকন ট্রেডার্সের মাধ্যমে জিরাফগুলো আমদানি করে কর্তৃপক্ষ। এরপর ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে আরও চারটি জিরাফ বাচ্চা দেয়।

অন্যদিকে ২০১৮ থেকে ২০২২ সালের মধ্যে রোগাক্রান্ত হয়ে বেশ কিছু জিরাফ মারা যায়। সর্বশেষ একটি স্ত্রী জিরাফ টিকে ছিল। এই জিরাফটি মৃত্যুর পর পার্কে আরো কোন জিরাফ রইলো না বলে জানিয়েছেন পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত