আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন

স্টাফ রিপোর্টার, (ঢাকা দক্ষিণ)
৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জে জাবালে নূর টাওয়ারে আগুন

ঢাকার কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের দ্বিতীয় বুড়িগঙ্গা সেতু সংলগ্ন জাবালে নূর টাওয়ারে আগুন ৭ ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি। শনিবার দুপুর ২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এরআগে ভোর পাঁচটায় ভবনের নিচ তলায় জুট কারখানায় আগুন লাগে।

বিজ্ঞাপন

আগুন নিয়ন্ত্রণে আনতে ঢাকা ও কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের ১৪টি, ইউনিট, সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, আনসার বাহিনী কাজ করছে। ভবনে আটকে পড়া ৪২ জন নারী পুরুষ জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, কেরানীগঞ্জ উপজেলার দ্বিতীয় বুড়িগঙ্গা সেতুর আগনগর এলাকায় জাবালে নূর টাওয়ার সুপার মার্কেট জ্বলছে। ভবনের আন্ডারগ্রাউন্ড নিচ তলা ও দোতলা মিলে ৪০ থেকে ৫০ টি গার্মেন্টস ফ্যাক্টরির দোকান ও জুট ব্যবসার গোডাউন রয়েছে। ভবনের তিন তলা থেকে ১০ তলা পর্যন্ত আবাসিক হিসেবে ভাড়া দেওয়া হয়েছে । ভবনের সব মিলে ৫ হাজার লোকের বসবাস।

ভবনের মালিক আসন্ন সংসদ নির্বাচনে ঢাকা-৩ আসনের জাতীয় পার্টির মনোনয়ন প্রত্যাশী হাজী ফারুক হোসেন। এ ব্যাপারে ভবন মালিক ফারুক হোসেনের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

বঙ্গবাজার ফায়ার সার্ভিস লিডার হেমায়েত মোল্লা বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছি। পুড়ে যাওয়া শীতের কাপড় ও জুটের কালো ধোঁয়া ছড়িয়ে পড়ায় উদ্ধার কাজে এবং আগুন নেভাতে ব্যাগ পেতে হচ্ছে। তিনি ভবন থেকে ৪২ জন নারী-পুরুষ ও শিশু জীবিত উদ্ধার হওয়ার কথা জানিয়েছেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ওমর ফারুক জানান, আগুনের ঘটনায় কেরানীগঞ্জ ভূমি দক্ষিণ সার্কেল এসিল্যান্ড আফতাব আহমেদ, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ওসি তদন্ত, ফায়ার সার্ভিস সদস্য , কলকারখানা পরিদর্শক ও কেরানীগঞ্জ উপজেলা প্রকৌশলী আরিফুর রহমান সহ ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
খুঁজুন